• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২ বিকাল ০৪:০৯:৩৯ (05-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়ায় গোলাগুলিতে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়ায় ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। ২৭ নভেম্বর বৃহস্পতিবার রাত ২টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় মোহাম্মদ সাদ্দাম মিয়া (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত সাদ্দাম স্থানীয় মোস্তফা কামাল মস্তুর ছেলে।এ সময় আরও দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয়দের ভাষ্য, গভীর রাতে হঠাৎ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। পরে তারা সাদ্দামকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত জেলা সদর হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের স্ত্রী ফারজানা আক্তার জানান, রাত ১টা পর্যন্ত তিনি স্বামীর সঙ্গে ছিলেন। কিছুক্ষণ পর বাইরে থেকে একজন এসে খবর দেয় ‘ভাবি, ভাইকে গুলি করেছে।’ ছুটে গিয়ে তিনি স্বামীকে মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখেন।ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি আজহারুল ইসলাম বলেন, ‘ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা সম্ভব নয়।’এর আগে, একইদিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে কান্দিপাড়া মোড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে লায়ন শাকিল গ্রুপ ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ গ্রুপের মধ্যে উত্তেজনা চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় শাকিল গ্রুপের সদস্যরা দিলীপ গ্রুপের ওপর ছড়াগুলি ছুড়লে টুটুল, শিহাব ও সাজুমিয়া গুলিবিদ্ধ হন।পুনরায় এ ধরনের সহিংস ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। পুলিশের তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের প্রত্যাশা করছে স্থানীয়রা।