• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২ রাত ০৮:০২:৩০ (05-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রাণ গেল ১৯টি গাছের

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলার পশ্চিম মাধনগর জোয়ানপুর এলাকায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে গাছ কেটে বড় ধরনের ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে।এ ঘটনায় ভুক্তভোগী মো. আব্দুল আজিজ (৫৮) নলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।অভিযোগে তিনি উল্লেখ করেন, ৫০ বছরেরও বেশি সময় ধরে ভোগদখলীয় জমিতে লাগানো ফলদ গাছ, ২২ নভেম্বর বিকেল ৪টার দিকে প্রতিপক্ষের কয়েকজন ব্যক্তি পরিকল্পিতভাবে কেটে ফেলে। এতে তার প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।অভিযোগে তিনি জানান, দীর্ঘদিন ধরে ৫০ বছর আগে কেনা শান্তিপূর্ণ ভোগদখলকৃত একটি জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে গত ২১ নভেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে প্রতিপক্ষ মো. আমিনুল ইসলাম, অছিমুদ্দিন, জালাল, আবু হানিফ, সেন্টু রহমান, সালাম,বরকাতুল্লাহসহ অজ্ঞাত পাঁচজন গাছ কেটে ফেলে।এ ঘটনায় প্রতিপক্ষের সাথে কথা বলার চেষ্টা করা হলে তাদের কোনো সাড়া পাওয়া যায়নি।নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।