তারেক রহমানের নেতৃত্বে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে: ড. মঈন খান
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।২২ নভেম্বর শনিবার দুপুরে চাঁদপুরের কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।মঈন খান বলেন, আজকের এই জনসমুদ্র অন্যায়, গুম-খুন, দমন-পীড়ন ও ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিবাদের প্রতিচ্ছবি। আওয়ামী লীগ শুধু নিজেদের সুবিধার জন্য রাষ্ট্রক্ষমতা ব্যবহার করেছে, জনগণের জন্য কিছুই করেনি।তিনি অভিযোগ করে বলেন, বাংলাদেশের মানুষের ওপর ভয়াবহ নির্যাতন চালিয়েছে আওয়ামী সরকার। জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণা দেননি, তিনি জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন।বিএনপির এই নেতা বলেন, ৪৫ বছর আগেই কচুয়ার মানুষ ড. মিলনকে চেনে ও ভালোবাসে। তাই আমি মিলনের হাতে ধানের শীষ তুলে দিলাম। আজকের এই জনসমুদ্রই প্রমাণ করে-কচুয়াবাসী মিলনকে আগেই বিজয়ী করেছেন।সমাবেশে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. এহছানুল হক মিলন বলেন, নির্বাচন ঘিরে নানা ষড়যন্ত্র চলছে। কচুয়াবাসীকে সঙ্গে নিয়ে আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করব। কেউ কেউ নির্বাচন পেছানোর অপচেষ্টা করছে।তিনি আরও বলেন, এই কচুয়া আসনটি আমরা ধানের শীষের প্রার্থী হিসেবে তারেক রহমানকে উপহার দেবো-এটাই আজকের মহাসমাবেশের অঙ্গীকার।