মুকসুদপুরে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী খুন
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ব্যাডমিন্টন খেলার বিরোধকে কেন্দ্র করে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ইয়াসিন শেখ (১৩) খুন হয়েছে।১৮ নভেম্বর মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে দিগনগর ইউনিয়নের বরইহাট গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইয়াসিন একই গ্রামের আশরাফ শেখের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে দশম শ্রেণির ছাত্র রিফাত (১৭) ও ইয়াসিনের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে রিফাত ইয়াসিনকে কিল-ঘুষি মারার পাশাপাশি হাতে থাকা ব্যাডমিন্টনের ভাঙা ব্যাট দিয়ে আঘাত করে। এতে ব্যাটের ভাঙা অংশ ইয়াসিনের গলায় ঢুকে গুরুতর জখম হয়।গুরুতর অবস্থায় স্থানীয়রা প্রথমে তাকে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বুধবার ভোরে ইয়াসিনের মৃত্যু হয়।পুলিশ জানায়, বরইহাট গ্রামের জয়নাল শেখের নতুন বাড়ির উঠানে স্থানীয় শিশু-কিশোররা নিয়মিত ব্যাডমিন্টন খেলত। মঙ্গলবার রাতে খেলাকে কেন্দ্র করে জয়-পরাজয়ের জেরে এই সংঘর্ষের সূত্রপাত ঘটে।মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল ঘটনাটি নিশ্চিত করে বলেন, ‘ঘটনার বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’