আয়ারল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং বিপর্যয়ের শিকার হয়ে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ১৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪২ রানে থামে লিটন দাসের দল। ফলে ৩৯ রানের জয় নিয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে আয়ারল্যান্ড।লক্ষ্য তাড়ায় নেমেই শুরু হয় বাংলাদেশের টপ অর্ডারের ধস। মাত্র ১২ রানের মধ্যে সাজঘরে ফেরেন তিন ব্যাটার তানজিদ হাসান তামিম (২), পারভেজ হোসেন ইমন (১) এবং অধিনায়ক লিটন দাস (১)। চতুর্থ উইকেটেও স্বস্তি মেলেনি। সাইফ হাসান ১৩ বলে ৬ রান করে ফেরেন ম্যাকার্থির বলে।ধ্বংসস্তূপের মাঝে একাই দাঁড়িয়ে লড়াই করেন তাওহীদ হৃদয়। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৫০ বলে ৭ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৮৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেও দলকে টানার মতো সঙ্গী পাননি তিনি। জাকের আলি অনিক ১৬ বলে ২০ রানের ইনিংসে কিছুটা প্রতিরোধ গড়লেও তা যথেষ্ট হয়নি। বাকি ব্যাটারদের কেউই উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি। ফলে নির্ধারিত ওভার শেষে ১৪২ রানের বেশি যেতে পারেনি বাংলাদেশ।পুরো ম্যাচে দাপট দেখিয়েছে আয়ারল্যান্ডের বোলাররা। হাম্প্রিস ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৩ উইকেট নেন। আডায়ার শুরুতে ধারাবাহিক আঘাত হেনে তুলে নেন ২ উইকেট। ম্যাকার্থিও নিয়ন্ত্রিত বোলিংয়ে শিকার করেন ৩টি উইকেট।এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে আয়ারল্যান্ড ৪ উইকেটে ১৮১ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে। ইনিংসের শেষ ৬-৭ ওভারে দ্রুত রান তুলে তারা মোট স্কোর দাঁড় করায় লড়াইয়ের মতো জায়গায়। শুরুতে বাংলাদেশের বোলাররা নিয়ন্ত্রিত থাকলেও শেষ দিকে আয়ারল্যান্ডের ব্যাটারদের আগ্রাসন সামাল দিতে ব্যর্থ হন।