• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২ সন্ধ্যা ০৬:৪০:৫৩ (05-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

বড়াইগ্রামে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে আলমগীর হোসেন (৩৮) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।১৪ নভেম্বর শুক্রবার বিকেলে উপজেলার বনপাড়া পৌর এলাকার দিয়ারপাড়া নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ভুক্তভোগীর পরিবার।সংবাদ সম্মেলনে ওই ব্যবসায়ীর বড় ভাই নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন, ‘প্রায় ১৫ বছর মাটি ব্যবসায়ী আব্দুল্লাহর কর্মচারী হিসেবে কাজ করতেন আলমগীর। ব্যবসায়িক লেনদেন নিয়ে আব্দুল্লাহর সঙ্গে মনোমালিন্য হয় তার। ইতোপূর্বে স্থানীয় প্রতিনিধিদের মাধ্যমে সালিশ করে সেটা সমাধান করা হয়। কিন্তু হঠাৎ করে গতকাল আমার ছোট ভাই আলমগীর তার ব্যবসার কাজে গেলে অতর্কিত আক্রমণ করে স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মী।’তিনি আরো বলেন, ‘আব্দুল্লাহ তার হাতে থাকার চাপাতি দিয়ে আমার ভাইয়ের মাথায় কোপ দেয়, সালমান হাফিজ চাকু দিয়ে পিঠে আঘাত করে। বর্তমানে আমার ভাই নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার হোসেন জানান, ‘বিষয়টি শুনেছি, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’