সুনামগঞ্জে জেলা প্রশাসকের কাছে শীতার্ত মানুষের জন্য আশা'র কম্বল হস্তান্তর
সুনামগঞ্জ প্রতিনিধি: বেসরকারি সাহায্য সংস্থা ‘আশা’ শীতার্ত জনগোষ্ঠীর মধ্যে বিতরণের জন্য সুনামগঞ্জ জেলা প্রশাসককের কাছে ৪০০ পিস উন্নত মানের কম্বল হস্তান্তর করেছে। ২০ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার কাছে এসব কম্বল হস্তান্তর করেন আশা'র ডিস্ট্রিক্ট ম্যানেজার নজরুল ইসলাম প্রধান। এসময় আরও উপস্থিত ছিলেন আশা'র সুনামগঞ্জ জেলার এসিস্ট্যান্ট সাপোর্ট ইঞ্জিনিয়ার মো. আরাফাত আহমেদ, সুনামগঞ্জ সদর-১ ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার সিদ্দীকুর রহমান, সদর-২ ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার রাসেল আহমেদ এবং সদর-১ ব্রাঞ্চের সহকারী ব্রাঞ্চ ম্যানেজার সেলিম পারভেজ প্রমুখ। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস বলেন, বেসরকারি প্রতিষ্ঠান আশা’কে শীতার্ত, ছিন্নমূল ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা কৃতজ্ঞতা জানাই। সেই সাথে তাদের সামাজিক কাজগুলা অব্যাহত থাকুক।