ঢাকার নতুন এসপি মিজানুর রহমান
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকা জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন মিজানুর রহমান।২৯ নভেম্বর শনিবার বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর কর্মস্থলে যোগ দেন। যোগদানের মাধ্যমে তিনি ঢাকা জেলা পুলিশের দায়িত্বভার গ্রহণ করেন।এর আগে মিজানুর রহমান ডিএমপির মিরপুর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার আগে গোয়েন্দা তেজগাঁও বিভাগের দায়িত্বে ছিলেন।বিসিএস পুলিশ ক্যাডারের ২৫তম ব্যাচের এই কর্মকর্তার বাড়ি ফরিদপুর জেলায়। তার সহধর্মিণী নাইমা সুলতানাও পুলিশে কর্মরত।