এশিয়ান টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মে মিলিয়নিয়ার অ্যাওয়ার্ড প্রদান
নিজস্ব প্রতিবেদক: এশিয়ান টেলিভিশনে প্রথমবারের মতো আয়োজন করা হলো “মিলিয়নিয়ার অ্যাওয়ার্ড-২০২৫”।২৫ নভেম্বর মঙ্গলবার ১২টার দিকে এশিয়ান টেলিভিশন ভবনে ডিজিটাল প্ল্যাটফর্মে মিলিয়ন ভিউ অর্জনকারী প্রতিবেদকদের হাতে তুলে দেওয়া হলো এই সম্মাননা।ডিজিটাল যুগে দর্শকের কাছে দ্রুত পৌঁছাতে সাংবাদিকদের সৃজনশীলতা ও পরিশ্রমই সবচেয়ে বড় শক্তি। আর সেই শক্তির স্বীকৃতি জানাতেই এশিয়ান টেলিভিশনের উদ্যোগে এই মিলিয়নিয়ার অ্যাওয়ার্ড।এক মিলিয়নের বেশি ভিউ অর্জনকারী প্রতিবেদকদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রতিষ্ঠানের সিইও মো. জাহিদ ইবনে রশিদ এবং উচ্চপদস্থ কর্মকর্তারা। এসময় সিইও বলেন, এই অ্যাওয়ার্ড সাংবাদিকদের আরও উৎসাহ যোগাবে, আরও দায়িত্বশীল করবে।পুরস্কারপ্রাপ্তরা হলেন- জসীম উদ্দীন জয় (মাল্টিমিডিয়া রিপোর্টার), মাহমুদুল হাসান (গাজীপুর জেলা প্রতিনিধি), রমজান আলী রুবেল (শ্রীপুর প্রতিনিধি), মো. মাসুম মিয়া (মোহাম্মদপুর প্রতিনিধি), আমিনুল ইসলাম মনি (স্টাফ রিপোর্টার), মো. ওমর ফারুক (সাভার প্রতিনিধি), মো. মোয়াজ্জেম হোসেন (স্টাফ রিপোর্টার)।পুরস্কারপ্রাপ্তরা জানান, দর্শকদের ভালোবাসাই তাদের সবচেয়ে বড় শক্তি। এশিয়ান টেলিভিশনের এই উদ্যোগ ভবিষ্যতে আরও ভালো কাজ করতে উদ্বুদ্ধ করবে।