• ঢাকা
  • |
  • সোমবার ২৪শে ভাদ্র ১৪৩২ রাত ১০:৪৯:৩৮ (08-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

রাজধানীর নিকুঞ্জ থেকে ৬ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ ইয়াছিন (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।৩ সেপ্টেম্বর বুধবার ডিবির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইলিয়াস কবির এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় খিলক্ষেতের নিকুঞ্জ-১ এলাকায় অভিযান পরিচালনা করে ডিবির রমনা বিভাগের একটি দল। এ সময় ৬ হাজার ইয়াবাসহ মোহাম্মদ ইয়াছিন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা।ইলিয়াস কবির আরও বলেন, গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।