• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২ বিকাল ০৩:১৯:১৭ (05-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

কাউনিয়ায় নবাগত ইউএনও যোগদান

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মিজ পাপিয়া সুলতানা।২ ডিসেম্বর মঙ্গলবার বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হক নবাগত ইউএনও মিজ পাপিয়া সুলতানার নিকট দায়িত্ব হস্তান্তর করেন। ২৬ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে ইউএনও হিসেবে পদায়ন করা হয়।কাউনিয়ায় যোগদানের আগে মিজ পাপিয়া সুলতানা রাজশাহীতে কমিশনের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।নবাগত এই কর্মকর্তাকে বরণ করে নিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বর্ণাঢ্য আয়োজন করা হয়। নবাগত ইউএনও এবং বিদায়ী ইউএনওকে উপজেলা পরিষদ কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুল রহমান, কৃষি কর্মকর্তা তানিয়া আক্তার, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।