ভূমিকম্প রেসপন্স টিমের আহবায়ক হলেন মানিকগঞ্জের প্রকৌশলী জাকির হোসেন
মানিকগঞ্জ প্রতিনিধি: ভূমিকম্পের পূর্বে নাগরিকদের ভবন ও স্থাপনা নির্মাণ পরামর্শ এবং ভূমিকম্প পরবর্তী স্থাপনার সুরক্ষা ও সম্ভাব্য ক্ষয়ক্ষতি বিষয়ক কারিগরী পরামর্শ এবং সহায়তা প্রদানের লক্ষ্যে ১৫ সদস্যবিশিষ্ট ভূমিকম্প রেসপন্স টিম গঠন করেছে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)।কমিটিতে আহবায়ক করা হয়েছে বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সিভিল ইঞ্জিনিয়ার্স গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. জাকির হোসেন, পি ইঞ্জ এবং সদস্য হিসেবে রয়েছেন প্রকৌশলী মো. আব্দুর রাশেদ মল্লিক, প্রকৌশলী রুহুল আলম, প্রকৌশলী কাদের জিলানী, প্রকৌশলী শাহরিয়ার পারভেজ, প্রকৌশলী আইনুল কবির, প্রকৌশলী শফিকুল ইসলাম খোকা, ড. প্রকৌশলী জিয়াউল ইসলাম মজুমদার, প্রকৌশলী আল মামুন গাজী, পি ইঞ্জ, প্রকৌশলী গাজী রাশেদুল ইসলাম নয়ন, প্রকৌশলী মোল্লা আশিকুর রহমান, প্রকৌশলী সালাহউদ্দিন রায়হান, প্রকৌশলী কাকান রানা, প্রকৌশলী খলিলুর রহমান সোহেল ও প্রকৌশলী মো. হাবিবুর রহমান।২৭ নভেম্বর বৃহস্পতিবার সংঠনটির আহবায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন এই কমিটির অনুমোদন দেন।ভূমিকম্পের ওপর বিশেষজ্ঞদের সাথে যোগাযোগ রক্ষা করে আসন্ন ভূমিকম্পের ওপর গোলটেবিল আলোচনা আয়োজনের বিষয়ে সহায়তা প্রদানের জন্য এই কমিটির সদস্যদের অনুরোধ জানানো হয়।প্রকৌশলী জাকির হোসেন এ্যাব কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য, জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও মানিকগঞ্জ ডেভেলপার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।