• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২ বিকাল ০৪:০৩:৩৫ (05-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

রাত ৯টা পর্যন্ত অফিস করেন নায়েব নাজমুল হুদা, আছে নানা অনিয়মের অভিযোগ

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন ভূমি অফিসে নানা অনিয়ম, ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) নাজমুল হুদার বিরুদ্ধে।অফিস টাইম বিকেল ৫টা পর্যন্ত হলেও নায়েব নাজমুল হুদা রাত ৯টা পর্যন্ত অফিসে অবস্থান করেন এবং ওই সময় বিভিন্ন মুহুরীর কাজ টাকার বিনিময়ে সম্পন্ন করেন বলে অভিযোগ স্থানীয়দের।ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষ জানান, মুহুরীদের ভিড়ে তারা সেবা পাওয়ার সুযোগই পান না। টাকার বিনিময়ে মুহুরীদের কাজ আগে করা হলেও সাধারণ মানুষের খাজনা অনুমোদন, নামজারি বা খারিজের মতো নিয়মিত কাজগুলো দিনের পর দিন ঝুলে থাকে।তারা আরও জানান, নায়েব সাধারণ মানুষের কাছ থেকে সরাসরি টাকা না নিলেও নানা অজুহাতে দীর্ঘ সময় অপেক্ষা করিয়ে তাদের হয়রানি করেন। ফলে অনেকেই মুহুরীদের মাধ্যমে অতিরিক্ত টাকা দিয়ে কাজ করাতে বাধ্য হচ্ছেন।এ বিষয়ে সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) নাজমুল হুদার জানান, আমার কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো ধরনের বক্তব্য দিতে পারবো না।এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া জানান, এসব অভিযোগের সত্যতা পেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।