• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২ রাত ০৮:০১:২৯ (05-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

গণতন্ত্রে ফিরতে নির্বাচনের বিকল্প নেই: আমান উল্লাহ আমান

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: দেশের গণতন্ত্র ফিরে আনতে হলে নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, ডাকসুর সাবেক ভিপি ও সাবেক সংসদ সদস্য আমান উল্লাহ আমান।১ ডিসেম্বর সোমবার সকালে কেরানীগঞ্জের নয়াবাজার ডিগ্রি কলেজ শিক্ষার্থীদের নবীন বরণ এবং বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আমান উল্লাহ আমান বলেন, ‘গণতন্ত্র ফিরিয়ে আনতে নির্বাচনের কোনো বিকল্প থাকতে পারে না। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন। তাই সারা দেশের মানুষ এখন নির্বাচনের জন্য প্রস্তুত এবং ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তপশিল ঘোষণাকে সামনে রেখে জনগণের মধ্যে কোনো শঙ্কা নেই।  বিএনপির এ নেতার ভাষ্য, বিগত সময়ে বেগম খালেদা জিয়ার ওপর নির্যাতন চালানো হয়েছে, মিথ্যা মামলায় কারাবন্দি করে ‘স্লো পয়েজনিং’-এর মাধ্যমে তাকে অসুস্থ করা হয়েছে। তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম দেশের গণতন্ত্রের জন্য ছিল উল্লেখযোগ্য অবদান বলে দাবি করেন তিনি। এ সময় দেশবাসীর প্রতি খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়ার আহ্বান জানান সাবেক এ মন্ত্রী।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।নয়াবাজার ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক সোহাগ হাসান শান্ত এর সভাপতিত্বে এবং সদস্য সচিব সুন্নাতুল ইসলাম জিহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকমন্ডলীসহ স্থানীয় বিএনপি, অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।