• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে ভাদ্র ১৪৩২ সকাল ০৮:২১:২১ (09-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

এবার পাটজাত পণ্য ও কাপড় আমদানিতে নিষেধাজ্ঞা দিলো ভারত

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ থেকে স্থলপথে পাটজাত পণ্য ও বুননকৃত কাপড় আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। তবে স্থলবন্দর দিয়ে আমদানিতে নিষেধাজ্ঞা দিলেও দেশটির নহাভা শেভা সমুদ্র বন্দর দিয়ে আমদানি করা যাবে।২৭ জুন শুক্রবার সকালে এমন সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। খবর টাইমস অব ইন্ডিয়াএরআগে গত মে মাসে নিজেদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল ভারত। ওই সময় এই পণ্য শুধুমাত্র মহারাষ্ট্রের নহভা শেভা এবং কলকাতা বন্দর দিয়ে আমদানির সুযোগ রেখেছিল দেশটি। বাংলাদেশ ভারতে প্রায় ৭০০ মিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করে। স্থলবন্দর দিয়ে এই পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়ায় এই খাতে বিরূপ প্রভাব পড়ার শঙ্কা তৈরি হয়েছিল।ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর জানিয়েছে, ভারত হয়ে নেপাল ও ভুটানে পরিবহন করা বাংলাদেশি পণ্যের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। তবে, নেপাল ও ভুটান হয়ে বাংলাদেশ থেকে ভারতে এই পণ্যগুলির পুনঃরপ্তানির অনুমতি দেয়া হবে না।