• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২ বিকাল ০৫:৪২:৩২ (05-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

ঘোড়াঘাটে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে যথাযোগ্য মর্যাদায় ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৫ পালিত হয়েছে।৩ ডিসেম্বর বুধবার সকাল ১১টায় ‘প্রতিবন্ধীতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে কারিতাস বাংলাদেশ দিনাজপুর অঞ্চলের আয়োজনে উপজেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে আসে। এতে সংস্থার এসডিডিবি প্রকল্পের প্রতিবন্ধী সদস্য, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, সামাজিক কর্মী, শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড ও ব্যানারের মাধ্যমে প্রতিবন্ধী অধিকার ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের দাবি জানান। এতে কারিতাস জার্মানি ও বিএমজেড সহায়তা প্রদান করে।পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় প্রবীণ ও প্রতিবন্ধীদের সমাজ কল্যাণ সংস্থার সভাপতি স্বজল চন্দ্র মন্ডলের সভাপতিত্বে ও সংস্থার প্রকল্প প্রতিষ্ঠান ভোকেশনাল ট্রেনিং সেন্টারের প্রশিক্ষক সিধু টুডুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুজ্জামান, ৩ নং সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন প্রমুখ।অনুষ্ঠানে কারিতাস বাংলাদেশের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন, সংস্থার প্রকল্প প্রতিষ্ঠান ভোকেশনাল ট্রেনিং সেন্টারের হিসাবরক্ষক কালিস্তুশ মু্র্মু, প্রশিক্ষক তপন চন্দ্র রায় এবং দিবসের প্রতিপাদ্য ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন কারিতাস বাংলাদেশ দিনাজপুর অঞ্চলের এসডিডিবি প্রকল্পের এনিমেটর আসুন্তা হেম্ব্রম।সভায় বক্তারা বলেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুযোগ সুবিধা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের যৌথ দায়িত্ব। শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানে সমতা নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। এ ধরনের উদ্যোগ  সমাজে প্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’