আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নবনিয়োগপ্রাপ্ত কর্মচারীদের আনুষ্ঠানিক বরণ
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩য় ও ৪র্থ শ্রেণীর নবনিয়োগপ্রাপ্ত কর্মচারীদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়েছে।১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে গাজীপুরের সফিপুর আনসার ভিডিপি একাডেমির এলাহী বক্স অডিটোরিয়ামে এ উপলক্ষে এক অভ্যর্থনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সকাল থেকেই একাডেমির ৩নং গেইটে পরিচয় নিশ্চিতের পর নবীন কর্মচারীরা একাডেমি প্রাঙ্গণে প্রবেশ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন পরিচালক (রেকর্ড) মোহাম্মদ নূরুল আমিন।অনুষ্ঠান শেষে নবীন কর্মচারীদের পুলিশ ভেরিফিকেশন ফর্ম ও ব্যক্তিগত তথ্য ফর্ম পূরণ করানো হয়। এতে নতুনদের মাঝে উৎসাহ, উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।উল্লেখ্য, নবনিয়োগপ্রাপ্ত ১৩১ জন উপজেলা প্রশিক্ষক/প্রশিক্ষিকা ৬ মাসব্যাপী মৌলিক প্রশিক্ষণে অংশ নেবেন। এ ছাড়া অন্যান্য পদে নিয়োগপ্রাপ্তরা মেডিক্যাল টেস্ট শেষে নিজ নিজ কর্মস্থলে যোগদান করবেন।