• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২ বিকাল ০৪:১২:৩১ (05-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

মেঘনা নদীতে বালু উত্তোলনে বাধা, গুলিবিদ্ধ ৪

ভোলা প্রতিনিধি: ভোলায় অবৈধ বালু উত্তোলন বন্ধে স্থানীয়দের প্রতিবাদের সময় সন্ত্রাসীদের ছোরা গুলিতে ৪ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।১৫ নভেম্বর শনিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের মাঝের চরে এ ঘটনা ঘটে।আহতরা হলেন, কাচিয়া ইউনিয়নের বাসিন্দা শাজাহান মীর, মো. আলী মৃর্দা, মো. জিহাদ এবং অপূর্ব পাটোয়ারী।প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ১০টার দিকে স্থানীয় কয়েকজন অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ জানালে দ্রুতগামী স্পীডবোটে আসা একদল সন্ত্রাসী তাদের ওপর গুলি ছোড়ে। এসময় ৪ জন গুলিবিদ্ধ হন।স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহত শাজাহান মীর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ও বাকী ৩ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন পারভেজ বলেন, ‘কে বা কারা হামলা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি, পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’