• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২ সন্ধ্যা ০৬:৪৪:১৪ (05-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

মাটিরাঙ্গায় অভিযানে ৫ লাখ টাকার সেগুন কাঠ জব্দ

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ টাকার বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোন।২১ নভেম্বর শুক্রবার দুপুরে মাটিরাঙ্গা পৌরসভার চৌধুরীঘাট এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় এসব কাঠ জব্দ করা হয়।মাটিরাঙ্গা জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি সি-টাইপ টহল দল অভিযান চালায়। অভিযানে মোট ৬২ টুকরা সেগুন কাঠ (১৬৩.৪৬ ঘনফুট) জব্দ করা হয়। জব্দকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৯০ হাজার ৩৮০ টাকা।মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল ইব্রাহীম আধহাম জানান, ‘জব্দকৃত কাঠ মাটিরাঙ্গা বন বিভাগে হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’