ঝিনাইদহে পরিবারকল্যাণ কর্মীদের ১০ দিনের কর্মবিরতি শুরু
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে ১০ দিনের কর্মবিরতি শুরু করেছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীরা।২ ডিসেম্বর মঙ্গলবার সকাল থেকে পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীররা সদর উপজেলা কার্যালয়সহ বিভিন্ন উপজেলায় কর্মবিরতি দিয়ে অবস্থান কর্মসূচি পালন করে।মঙ্গলবার থেকে শুরু হওয়া এই কর্মবিরতি আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে। এই দীর্ঘ কর্মবিরতির ফলে জেলার পরিবার পরিকল্পনা সেবাদানে সাময়িক বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে।অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন পরিবার কল্যাণ সহকারী রেহেনা পারভীন, কেয়া রানী প্রামানিক, পরিদর্শক জিয়াউর রহমান, পরিদর্শিকা অর্চনা রানী বিশ্বাসসহ অন্যান্যরা।বক্তারা বলেন, পরিবারকল্যাণ কর্মীরা প্রসূতি স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টিসেবা এবং টিকাদান কর্মসূচিসহ দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ সেবা দিয়ে যাচ্ছেন। তাদের চাকরি রাজস্ব খাতে অন্তর্ভুক্ত হলেও দীর্ঘকাল ধরে কোনো পদোন্নতি হচ্ছে না।