• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২ সন্ধ্যা ০৬:০৪:০৩ (05-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

মাওনা চৌরাস্তা ব্যবসায়ী মালিক ফোরামের নতুন অফিস উদ্বোধন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে "মাওনা চৌরাস্তা ব্যবসায়ী মালিক ফোরাম" এর নতুন অফিস উদ্বোধন করা হয়েছে।১৯ নভেম্বর বুধবার বিকেলে মাওনা চৌরাস্তা প্রাণকেন্দ্র মালেক মাস্টার কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অফিস উদ্বোধন করা হয়।মাওনা চৌরাস্তা ব্যবসায়ী মালিক ফোরামের সভাপতি অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল কাদির এর সভাপতিত্বে সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সুমন আহমেদ এবং প্রচার প্রকাশনা সম্পাদক সাংবাদিক মাহমুদুল হাসানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক অতিরিক্ত সচিব, ময়মনসিংহের সাবেক বিভাগীয় কমিশনার এবং সংগঠনের প্রধান উপদেষ্টা মাহমুদুল হাসান মুকুল।এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন ডিলার, সহ-সভাপতি ফিরোজ আহমেদ, সহ-সভাপতি কারী সিরাজুল ইসলাম, নুরুজ্জামান মাস্টার, লুৎফর রহমান নোমান, সোহানুর রহমান সোহাগ, মোস্তফা কামাল ফকির, জুয়েল শেখসহ আরও অনেকেই।এছাড়াও সংগঠনের সকল সদস্য এবং মাওনা চৌরাস্তা ব্যবসায়িকবৃন্দ উপস্থিত ছিলেন।