• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩২ রাত ০২:০৭:৪৫ (12-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

অনলাইনে টাইফয়েড ভ্যাকসিনের আবেদনে রাঙ্গুনিয়া পৌরসভার অপশন নেই

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে অনলাইনে টাইফয়েড ভ্যাকসিনের জন্য আবেদন করতে গিয়ে সমস্যায় পড়ছেন রাঙ্গুনিয়া পৌর এলাকার বাসিন্দারা।অনলাইন ফর্মে উপজেলার ইউনিয়নগুলোর নাম থাকলেও রাঙ্গুনিয়া পৌরসভার কোনো অপশন নেই। এর ফলে অনেকেই তাদের শিশুদের নামে আবেদন সম্পন্ন করতে পারছেন না। আবার কেউ কেউ পার্শ্ববর্তী ইউনিয়নের ঠিকানা দিয়ে আবেদন করতে বাধ্য হচ্ছেন।এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।স্থানীয় বাসিন্দা কায়সার আলম বলেন, ‘আমি রাঙ্গুনিয়া পৌর এলাকার বাসিন্দা। কিন্তু আবেদন ফর্মে ইউনিয়ন বেছে নিতে হচ্ছে। এতে ভবিষ্যতে ভ্যাকসিন নেওয়ার সময় সমস্যা হতে পারে কিনা দ্বন্দ্বে আছি।’নাম প্রকাশে অনিচ্ছুক পৌরসভার এক কর্মকর্তা জানান, বিষয়টি ইতোমধ্যেই উপজেলা স্বাস্থ্য দপ্তরকে অবহিত করা হয়েছে। আশা করা হচ্ছে, দ্রুত সমাধান হবে।জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. ইসমাইল হুসাইন বলেন, সব শিশু যাতে টাইফয়েড ভ্যাকসিন পায়, সেজন্য আবেদন করা জরুরি। পৌরসভার বাসিন্দারা পার্শ্ববর্তী ইউনিয়ন দেখিয়ে আপাতত অনলাইনে আবেদন করতে পারবেন। যেখানেই নিবন্ধন করুক না স্ব স্ব স্কুলে ভেকসিন দিতে পারবেন। কোনো সমস্যা হবে না।