• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে ভাদ্র ১৪৩২ সন্ধ্যা ০৭:৩১:৪১ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

খেলা

আলমাদা ম্যাজিকে আর্জেন্টিনার দুর্দান্ত জয়!

২২ মার্চ ২০২৫ সকাল ১১:৫৬:৫৬

সংবাদ ছবি

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি ও লওতারো মার্টিনেজের অনুপস্থিতিতে আর্জেন্টিনার শুরুর একাদশ নিয়েই ধোঁয়াশা ছিল। ফ্রন্ট লাইনে হুলিয়ান আলভারেজের নাম নিশ্চিত ছিল। তবে থিয়াগো আলমাদা ও জিওভান্নি সিমিওনে শুরুর একাদশে অবধারিত ছিলেন না। উরুগুয়ের মাঠে তাদের দিয়ে ম্যাচ শুরু করিয়েই বাজিমাত করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

শনিবার সকালে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের সেন্তেনারিওতে ১-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। গোল করেন ধারে ফ্রান্সের ক্লাব লিঁওতে খেলা ২৩ বছর বয়সী তরুণ থিয়াগো আলমাদা। ১১ নম্বর জার্সি পরিহিত এই তরুণ ম্যাচের ৬৮ মিনিটে একমাত্র গোলটি করেন।

বক্সের ভেতর থেকে গোল করার মতো তিনটি সুযোগ তৈরি করে ব্যর্থ হওয়া আলমাদা বক্সের ঠিক বাহির থেকে অসাধারণ এক শটে বল জালে পাঠান।ম্যাচে আর্জেন্টিনা একটি দুঃসংবাদও পেয়েছে। ম্যাচের যোগ করা সময়ে বদলি নামা উইঙ্গার নিকোলাস গঞ্জালেস লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ব্রাজিলের বিপক্ষে ২৬ মার্চ সকালের ম্যাচে তিনি খেলতে পারবেন না।

উরুগুয়ের ডাগআউটে অভিজ্ঞ আর্জেন্টাইন কোচ মার্সেলোনা বিয়েলসা থাকায় আলবিসেলেস্তেদের জন্য একটু চ্যালেঞ্জিং ছিল। তিনি উরুগুয়ের ডাগ আউটে দাঁড়িয়ে প্রথাগত পজিশন প্লেয়িং পছন্দ করেন। বল ধরে রাখার ওই লড়াইয়ে এগিয়ে ছিল বিয়েলসার উরুগুয়ে। সঠিক পাস দেওয়ার ক্ষেত্রেও।

তবে ঘরের মাঠে খেলা উরুগুয়ের ৬ শটের বিপরীতে গোলে ১২ শট নিয়েছে আর্জেন্টিনা। উরুগুয়ে যেখানে মাত্র ২টি শট পোস্টে রাখতে পেরেছিল আর্জেন্টিনা রেখেছিল ৪টা। খুব বেশি বিপদ ছাড়াই তাই উরুগুয়ে জয় করেছেন আর্জেন্টাইন কোচ স্কালোনি। আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাইপর্বে ১৩ রাউন্ড শেষে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। দুইয়ে থাকা ইকুয়েডর ২২ ও তিনে থাকা ব্রাজিল ২১ পয়েন্ট তুলেছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
সুন্দরবনে ৯ জেলে উদ্ধার, অস্ত্র ও গোলাবারুদসহ আটক ২
১২ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:২২:৫৪


সংবাদ ছবি
ভেদরগঞ্জে ভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
১২ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:১৯:৩০



সংবাদ ছবি
শান্তিনগরে মি. ডি আই ওয়াই’র পঞ্চম স্টোর উদ্বোধন
১২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:২০:১৪

সংবাদ ছবি
সরিষাবাড়ীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু
১২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:১০:৩০


সংবাদ ছবি
বদলগাছীতে ডাকাতি: স্বর্ণালংকার ও নগদ টাকা লুট
১২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:৫২:৫৪