নিজস্ব প্রতিবেদক: নাচ, গান, ম্যাজিক শো ও আনন্দে ভরপুর নানা সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন করেছে শেফস টেবিল কোর্টসাইড। রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে অবস্থিত ফুড হাবটিতে সুস্বাদু খাবার পরিবেশনের পাশাপাশি বিজয় দিবসের এ আয়োজন উপভোগ করেন আগত অতিথিরা।

সুস্বাদু খাবার পরিবেশনই শুধু নয়, একইসাথে মুহূর্তকে সুন্দর ও স্মরণীয় করে তুলতে শেফস টেবিল কোর্টসাইড বরাবরই প্রতিশ্রুতিবদ্ধ। আর তার প্রতিফলনই দেখা গেল বিজয় দিবসের আয়োজনে। উৎসবের মাস ডিসেম্বর জুড়ে ঢাকাবাসীর জন্য প্রতি সপ্তাহেই কোর্টসাইডে রয়েছে ভিন্ন ভিন্ন আয়োজন।


এছাড়া বড়দিন ঘিরে কোর্টসাইড সাজবে বর্ণাঢ্য সাজে। ২৪ ডিসেম্বর থেকে শুরু হয়ে জমকালো এ আয়োজন চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। এ সময় শেফস টেবিল কোর্টসাইড সাজানো হবে রঙিন সব ডেকোরেশন ও চোখ ধাঁধানো আলোকসজ্জায়, সেইসাথে থাকবে গান, লাইভ পারফরম্যান্সসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন।
মানসম্মত ও ভিন্নস্বাদের খাবার পরিবেশনের পাশাপাশি শিশুদের জন্য সুস্থ বিনোদনের ব্যবস্থা নগরবাসীর কাছে প্রথম পছন্দ হিসেবে ইতোমধ্যে প্রতিষ্ঠা করেছে শেফস টেবিল কোর্টসাইড। সুস্বাদু খাবারের পাশাপাশি মুহূর্তকে স্মরণীয় করে তোলায় বদ্ধ পরিকর শেফস টেবিল কোর্টসাইড বিভিন্ন আয়োজনের মাধ্যমে রাজধানীবাসীর অভিজ্ঞতাকে করে তুলেছে অনন্য।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available