• ঢাকা
  • |
  • সোমবার ২৩শে ভাদ্র ১৪৩২ রাত ১২:৩৪:১৪ (08-Sep-2025)
  • - ৩৩° সে:

সারাবাংলা

২৪৪ দিনের মধ্যে শিক্ষক মাত্র ৪৯ দিন উপস্থিত, তবু কোনো ব্যবস্থা নেননি কর্তৃপক্ষ

৩ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৮:৪০:৫৫

সংবাদ ছবি

পঞ্চগড় প্রতিনিধি: শিক্ষা শুধু বই পড়ানো নয়, এটি একটি অঙ্গীকার ও দায়িত্ববোধের বিষয়। কিন্তু পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ১৪০নং বাগানবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিশাত তাবাসসুম মৌয়ের আচরণে দায়িত্বশীলতার বিন্দুমাত্র ছাপ নেই।

তিনি যোগদানের পর থেকেই নিয়মিত অনুপস্থিত। চলতি বছরে ২৪৪ দিনের মধ্যে সরকারি ছুটি বাদ দিয়ে  ১৬২ দিনের মধ্যে মাত্র ৪৯ দিন বিদ্যালয়ে উপস্থিত ছিলেন। বাকি সময়ে হয় মেডিকেল ছুটি, নয়তো অনুমতি ছাড়া অনুপস্থিত। অথচ, তিনি এখনও শিক্ষক পদে বহাল আছেন!

এ প্রসঙ্গে সহকারী শিক্ষক নিশাত তাবাসসুম মৌ বলেন, ‘আমি বর্তমানে শারীরিক ও মানসিকভাবে খুব অসুস্থ। কিছুদিন আগে আমার মা মারা গেছেন, তাই মানসিক অবস্থাও ভালো নেই। এ কারণে আমি এখন বাইরে অবস্থান করছি। একবার মেডিকেল ছুটির জন্য লিখিত আবেদন দিয়েছিলাম, তবে পরবর্তীতে আর কোনো লিখিত আবেদন জমা দেওয়া হয়নি।’

তিনি আরও বলেন, ‘বিদ্যালয়ে যোগদানের পর থেকে নানা কারণে আমাকে ছুটি নিতে হয়েছে। কখনো অসুস্থতার জন্য, কখনো পরীক্ষার জন্য— বিভিন্ন কারণে আমি ছুটি নিয়েছি। তবে আমি সত্যিই অসুস্থ। কবে নাগাদ আবার বিদ্যালয়ে ফিরতে পারবো, সেটা নিশ্চিতভাবে বলতে পারছি না। দেখি কবে থেকে নিয়মিত হতে পারি।’

প্রধান শিক্ষক আয়েশা সিদ্দিকা জানান, ‘সহকারী শিক্ষকের অনুপস্থিতির বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাননি। কারণ, তিনি অসুস্থ ছিলেন।’

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জ্যোতিন্ময় রায় বলেন, ‘বিদ্যালয় ভিজিটের দিনও শিক্ষক অনুপস্থিত ছিলেন।’ তবু কেন ব্যবস্থা নেওয়া হয়নি জানতে চাইলে তিনি বলেন, ‘প্রধান শিক্ষকের লিখিত প্রয়োজন’। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
নাগেশ্বরীতে শিশুর মরদেহ উদ্ধার, গ্রেফতার ৪
৭ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০৯:১৭



সংবাদ ছবি
কেরানীগঞ্জে মায়ের হাতে ছেলে খুন
৭ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:২৫:০৫

সংবাদ ছবি
সংসদ ভবন এলাকায় আওয়ামী লীগের মিছিল, আটক ১
৭ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৪১:২১

সংবাদ ছবি
ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৫৮০ জন
৭ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:২৩:৪৩

সংবাদ ছবি
নারায়ণগঞ্জে মেট্রো রেলের দাবিতে মানববন্ধন
৭ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:৫৫:৫৩