মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাগরখালী আদর্শ ডিগ্রি কলেজে স্টুডেন্টস কর্নার স্কলারশিপ প্রোগ্রাম–২০২৫ এর উদ্যোগে তৃতীয় থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

১৭ ডিসেম্বর বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।


বিভিন্ন উপজেলার ৬০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৪৯৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এটি ছিল আয়োজক কর্তৃপক্ষের দ্বিতীয়বারের মতো আয়োজিত বৃত্তি পরীক্ষা। ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনার কথা জানান আয়োজকরা।
পরীক্ষার সুষ্ঠু ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও সুন্দর আসন পরিকল্পনার প্রশংসা করে সন্তোষ প্রকাশ করেন অভিভাবকরা। পরীক্ষাকালীন অভিভাবকদের জন্য নাস্তার ব্যবস্থা করায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।
অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন সাগরখালী আদর্শ ডিগ্রি কলেজের আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক মো. রিয়াত্তল বারী। পরিচালক ছিলেন ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক মো. কামরুল ইসলাম। সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিভাগের প্রভাষক নাজমুল করিম এবং সচিব ছিলেন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ফিরোজ আহমেদ।
উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে ছিলেন কলেজের অধ্যক্ষ মো. রবিউল ইসলাম, চিথলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল্লাহেল বাকী, চিথলিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মো. আনোয়ার হোসেন এবং চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুনা লায়লা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available