• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২ বিকাল ০৩:১৫:৩২ (05-Dec-2025)
  • - ৩৩° সে:

সৈয়দপুরে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সমাবেশ

২৯ নভেম্বর ২০২৫ দুপুর ০১:০৮:৩৮

সংবাদ ছবি

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সাধারণ সভা ও কেমিস্টস সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Ad

২৯ নভেম্বর শনিবার সৈয়দপুরের ড্রিম প্লাস হোটেল অ্যান্ড রিসোর্টে নীলফামারী জেলা শাখার আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

Ad
Ad

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সমিতির কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সভাপতি ময়নুল হক চৌধুরী। সভার সভাপতিত্ব করেন কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের পরিচালক ও নীলফামারী জেলা কমিটির সভাপতি হাকীম মোস্তাফিজুর রহমান সবুজ।

অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা জেলা কমিটির সভাপতি সফি উদ্দীন আহমেদ, কেন্দ্রীয় সহসভাপতি ইকবাল লস্কর, নাসির উদ্দীন মিলন, দ্বীন মোহাম্মদ আলী, এ টি এম মোরশেদুল ইসলাম, মারুফ এলাহী প্রমুখ।

এছাড়া আরও বক্তব্য দেন নীলফামারী জেলা চেম্বারের সাবেক সভাপতি সোহেল পারভেজ, নাটোর জেলা সভাপতি গোলাম কিবরিয়া, বগুড়া জেলা সভাপতি এ কে এম ফজলুল করিম টিপু, কুড়িগ্রাম জেলা সভাপতি আতাউর রহমান, লালমনিরহাট জেলা সভাপতি আব্দুল হামিদ, জয়পুরহাট জেলা সভাপতি জুয়েল আহমেদ, পঞ্চগড় জেলা সভাপতি সালেকুজ্জামান, জলঢাকা উপজেলা সভাপতি মাহবুবার রহমান মনি, সৈয়দপুর উপজেলা সভাপতি গোলাম মোস্তফা, ডিমলা উপজেলা সভাপতি আবু মর্তুজা আহমেদ লেলিন, ডোমার উপজেলা সভাপতি হামিদুর রহমান, রংপুর জেলা সভাপতি আব্দুল কাদের এবং কিশোরগঞ্জ উপজেলা সভাপতি স্বপন প্রমুখ।

সভাপতি হাকীম মোস্তাফিজুর রহমান সবুজ বলেন, ‘আমাদের সংগঠনে কোনো বিরোধ নেই। আমরা চিকিৎসা সম্পৃক্ত ব্যবসায়ীরা সততার সঙ্গে কাজ করছি।’

তিনি বলেন, ‘মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেরত নিতে অনীহা প্রকাশকারী ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর কারণে ব্যবসায়ীদের ভোগান্তি হয়। কখনো হঠাৎ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেলে কোনো ব্যাখ্যা শোনার সুযোগ না দিয়ে সরাসরি জরিমানা করা হয়। এতে ক্ষতিগ্রস্ত হন ব্যবসায়ীরা।’

ওষুধ ব্যবসায়ীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘ভেজাল বা নকল ওষুধ দোকানে রাখা যাবে না। যারা এসবের সঙ্গে জড়িত, তাদের আইনের হাতে তুলে দিতে হবে। অতিরিক্ত দাম নেওয়া যাবে না। আমরা মানবসেবা করছি। মানুষ যেন আমাদের আচরণে বিরক্ত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।’

দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় সহস্রাধিক কেমিস্ট ও ওষুধ ব্যবসায়ী এই সাধারণ সভা ও সমাবেশে অংশ নেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
রাজশাহীতে তীব্র সার সংকট, বিপাকে আলু চাষিরা
৫ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:০৩:১২


সংবাদ ছবি
ঝিনাইদহে বইয়ের মোড়ক উন্মোচন
৫ ডিসেম্বর ২০২৫ দুপুর ০২:২৪:০৮





সংবাদ ছবি
কলকাতায় ৫ বাংলাদেশির যাবজ্জীবন কারাদণ্ড
৫ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:১৮:১৫



Follow Us