• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২ রাত ০৮:৪৭:২০ (05-Dec-2025)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে ভাগাড় অপসারণের দাবিতে মানববন্ধন

১১ আগস্ট ২০২৫ দুপুর ০২:৪১:০৩

সংবাদ ছবি

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ পৌরসভার মুলজান এলাকায় অবস্থিত ভাগাড় অপসারণের দাবিতে মানববন্ধন ও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় এলাকাবাসী।

Ad

১১ আগস্ট সোমবার সকাল ১১টায় শুরু হওয়া এ কর্মসূচিতে এলাকার শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণিপেশার কয়েকশত মানুষ অংশ নেন।

Ad
Ad

মানববন্ধনে এসএ প্রি-ক্যাডেট স্কুল, মুলজান হাই স্কুল, মুলজান জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ও ছাত্রছাত্রী, গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং প্রগতি সংঘের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা হাতে “লোকালয়ে ভাগাড় কেন?”, “দূষণ চাই না, সঠিক ব্যবস্থাপনা চাই”, “ভাগাড় সরাও, কৃষিজমি বাঁচাও” ও “আমরা শিশু, আমাদের বাঁচতে দাও” মতো প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেন।

মানববন্ধনে মুলজান হাই স্কুলের প্রধান শিক্ষক সলিম উদ্দিন, বিএনপি নেতা আনিসুর রহমান ফরহাদ, সানাউল হক টুলু, সাংবাদিক কাবুল উদ্দিন খান, স্থানীয় নেতা লুৎফর রহমান, খন্দকার আক্কাস আলী ও মশিউর রহমান বাবু বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা জানান, মানিকগঞ্জ পৌরসভার ভাগাড়টি মুলজান, বাগজান ও ভাট-বাউর এলাকার মানুষের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করছে। ভাগাড় স্থাপনের শুরু থেকেই আমরা প্রতিবাদ করছি। মাত্র ৬০০ গজের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান ও বসতবাড়ি থাকলেও ভাগাড় বসানো হয়েছে, যা পরিবেশ দূষণ ও দুর্গন্ধের কারণে বসবাসকে অসহনীয় করে তুলেছে। তাই দ্রুত তা স্থানান্তরের দাবি জানান তারা।

তারা আরও বলেন, দূষণের কারণে রোগবালাই বেড়ে চলেছে। দ্রুত ভাগাড় সরানো না হলে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নেওয়া হবে।

পরবর্তীতে, উত্তেজিত জনতা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে অবরোধ তুলে নেওয়া হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
কসবায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা
৫ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:২৮:০৪

সংবাদ ছবি
খোকসায় তিনটি আগ্নেয় অস্ত্র উদ্ধার
৫ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:২২:২৩



সংবাদ ছবি
ঢাকা ৩ আসনে অধ্যক্ষ মো. শাহিনুর ইসলাম’র গণমিছিল
৫ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৫:৫১

সংবাদ ছবি
ভূমিকম্পে আতঙ্ক নয়, সতর্ক হওয়ার আহ্বান
৫ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৭:৩৬




Follow Us