• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে ভাদ্র ১৪৩২ রাত ০৯:৪৮:৪৬ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

পীরগাছা থানার আয়োজনে ওপেন হাউজ ডে

৩০ সেপ্টেম্বর ২০২৩ বিকাল ০৫:৪১:৪৯

সংবাদ ছবি

পীরগাছা (রংপুর) প্রতিনিধি: ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’, এই স্লোগানকে সামনে রেখে সারাদেশে কমিউনিটি পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে। অপরাধ দমন ও প্রতিকার, অপরাধী বিষয়ে তথ্য সংগ্রহ, অপরাধী গ্রেফতার, নারী ও শিশু নির্যাতন, মাদকাসক্তি, অসামাজিক কার্যকলাপ, এলাকাভিত্তিক বিরোধসহ বিভিন্ন সামাজিক অপরাধ হ্রাস ও স্থানীয় সমস্যার সন্তোষজনক সমাধানের ক্ষেত্রে আধুনিক ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে। এ উপলক্ষে ২৯ সেপ্টেম্বর শুক্রবার রংপুর জেলার পীরগাছা থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পুলিশ সুপার মো. ফেরদৌস আলী চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রায়হান।

আরও উপস্থিত ছিলেন, জেলা কমিউনিটি পুলিশিং সভাপতি মেজর অব. নাসিম, জেলা কমিউনিটি পুলিশিং সদস্য সচিব এ্যাডভোকেট দিলশাদ ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার  ওয়াজেদ আলী সরকার, পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ, হিন্দু বোদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্যবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, সাংবাদিক, ইমামসহ উপজেলার বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ।

বক্তারা বলেন, কমিউনিটি পুলিশিংয়ের অন্যতম উদ্দেশ্য হচ্ছে জবাবদিহিতা, স্বচ্ছতা এবং পুলিশিং কার্যক্রমে জনগণকে সম্পৃক্ত করা। কারণ জনসাধারণের সহায়তা ছাড়া শুধু পুলিশের একার পক্ষে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষা করা সম্ভব নয়।

ওপেন হাউজ ডের মাধ্যমে জনগণ ও পুলিশের মধ্যে একটি মেলবন্ধন সৃষ্টির লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে মন্তব্য করেন জেলা পুলিশ সুপার। এসময় পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান মাসুম বলেন, জনগন ও পুলিশের মধ্যে সম্পর্ক সৃষ্টির জন্য আমরা এ ধরনের কাজ নিয়মিত করে যাচ্ছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
বামনায় মরদেহ উদ্ধার, আটক ২
১২ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৯:১৫:৫০



সংবাদ ছবি
রোমে গুলিবর্ষণে সাবেক বিএনপি নেতাসহ আহত ৩
১২ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৩৬:৪৩

সংবাদ ছবি
সুন্দরবনে ৯ জেলে উদ্ধার, অস্ত্র ও গোলাবারুদসহ আটক ২
১২ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:২২:৫৪


সংবাদ ছবি
ভেদরগঞ্জে ভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
১২ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:১৯:৩০



সংবাদ ছবি
শান্তিনগরে মি. ডি আই ওয়াই’র পঞ্চম স্টোর উদ্বোধন
১২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:২০:১৪