• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে ভাদ্র ১৪৩২ বিকাল ০৪:৪৬:২৯ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বিএনপি কিছু করবে না, অন্যেরা ভালো করলেও তা মেনে নেবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

৭ সেপ্টেম্বর ২০২৩ দুপুর ০১:৫৬:৪৯

সংবাদ ছবি

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: নিজেরা কিছু করবে না এবং অন্যেরা কোন ভাল কাজ করুক সেটাও মেনে নেবে না, এই হল বিএনপি-জামায়াতের চরিত্র বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

৬ সেপ্টেম্বর বুধবার বিকেলে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে নিজ নির্বাচনী এলাকা ঢাকা-৩ এর অন্তর্গত দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, বিএনপি এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিয়ে সমালোচনা করে বলে এটাতে অতিরিক্ত টাকা ব্যয় হয়েছে। অথচ তারা সরকারে থাকাকালে দেশের কোন উন্নয়নই করে নাই। তবে একটা জিনিস করেছে, যেটা সবাই চেনে; তা হলো হাওয়া ভবন। তারা একবার না, পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। আমরা দেশের উন্নয়ন করেছি। পদ্মা সেতু করেছি, মেট্রোরেল করেছি, উড়াল সেতু করেছি। তারা তো একটা খুঁটিও লাগাতে পারেনি।

তেঘরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহর চান মোল্লার সভাপতিত্বে আয়োজিত কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহিন আহমেদ আওয়ামী লীগ সরকারের আমলে তেঘরিয়া এলাকার রাস্তাঘাট ও অবকাঠামোর ব্যাপক উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন। পাশাপাশি আগামী নির্বাচনে তেঘরিয়া ইউনিয়ন থেকে সর্বোচ্চ ভোট দিয়ে নসরুল হামিদ বিপুকে পুনরায় নির্বাচিত করতে সকলের প্রতি আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাকুর হোসেন সাকু, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মামুন, তেঘরিয়া ইউনিয়ন চেয়ারম্যান লাট মিয়াসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
নতুন সম্পর্ক খুঁজছেন তামান্না
১২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:১৯:৩৪