• ঢাকা
  • |
  • সোমবার ২৪শে ভাদ্র ১৪৩২ সন্ধ্যা ০৬:০৫:৪৯ (08-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের মাঝে বিআরটিএ’র চেক বিতরণ

৫ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:১১:৪২

সংবাদ ছবি

শেরপুর প্রতিনিধি: শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩টি পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক মঞ্জুরীকৃত প্রত্যেক পরিবারকে ৫ লাখ টাকা করে মোট ১৫ লাখ টাকার চেক বিতরণ করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

৪ সেপ্টেম্বর বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে ওই ৩টি পরিবারকে ক্ষতিপূরণ বাবদ চেক হস্তান্তর করা হয়।

এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহমেদ, বিআরটিএ শেরপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:)সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

চেক বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদান শুধু আইনি বাধ্যবাধকতাই নয়, বরং মানবিক দায়িত্বও বটে। এ ধরনের আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নতুন করে দাঁড়ানোর প্রেরণা জোগাবে।

বিআরটিএ শেরপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:) জানান, সড়ক দুর্ঘটনায় নিহত বা গুরুতর আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের জন্য বিশেষ ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে। এর মাধ্যমে নিয়মিতভাবে আবেদন যাচাই-বাছাই করে ক্ষতিপূরণের টাকা বিতরণ করা হচ্ছে।

অনুষ্ঠানে নিহতদের পরিবারের সদস্যরা সরকারের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে স্বাগত জানান এবং এ সহায়তা তাদের বাস্তব জীবনে অনেকটা স্বস্তি বয়ে আনবে বলেও মন্তব্য করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ