• ঢাকা
  • |
  • সোমবার ২৪শে ভাদ্র ১৪৩২ দুপুর ১২:৫৪:৩১ (08-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

খোকসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু

৮ আগস্ট ২০২৫ দুপুর ০২:৪২:৫২

সংবাদ ছবি

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজেদা নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। স্ত্রীকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট স্বামী অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন।

৮ আগস্ট শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের মুকশিদপুর গ্রামে নিজের বাড়িতে সাজেদা (৫৫) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হন। তিনি ওই গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী। স্ত্রীকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেঁচে যাওয়া স্বামী মান্নানকে বাড়িতেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহতের নাতি ছেলে তরুণ জানান, সকালে নিজের বাড়ির গোয়াল ঘরে গরুর খাবারের পানি দেওয়া জন্য তিনি বৈদ্যুতিক মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে যান। খবর পেয়ে তার স্বামী মান্নান মাঠের কাজ ফেলে দৌড়ে এসে স্ত্রীকে উদ্ধারের চেষ্টা করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পরেন। সেসময় তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে বাড়ির মেইন সুইচ বন্ধ করে বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যান। ঘটনা স্থলেই বৃদ্ধার মৃত্যু হয়েছে বলেও তিনি ধারণা করেন।

নিহত বৃদ্ধার একমাত্র ছেলে রইচ উদ্দিন জানান, মায়ের মৃত্যুর খবর পাওয়ার কয়েক মিনিট আগে তার সাথে মায়ের মুঠো ফোনে কথা হয়। তিনি আরও জানান, তার বাবা মা দু’জনেই গড়াই নদীর চরের বাড়ি থাকতেন। কিন্তু প্রতি মুহূর্তে মায়ের সাথে মুঠোফোনে যোগাযোগ রাখতেন। মোটরের সুইচ দিতে গিয়ে তার মায়ের মৃত্যু হয়েছে বলে জানান তিনি ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবির হোসেন সোহাগ এশিয়ান টিভিকে জানান, বিদ্যুৎস্পৃষ্ট বৃদ্ধা সাজেদাকে মৃত অবস্থায় জরুরী বিভাগে আনা হয়। তার ডান হাতের বাহুর নিজে বেশ খানিকটা পোড়া ক্ষত রয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে জানানো হয়েছে।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম এশিয়ান টিভিকে জানান, পরিবারের অভিযোগ না থাকায় বৃদ্ধার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজ জয় শ্রীলঙ্কার
৮ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১:৩০:৫৮