• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে ভাদ্র ১৪৩২ রাত ০৯:৫৩:৪৫ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নাটোরে আশ্রয়ণ প্রকল্পের রাস্তা বন্ধ করে প্রাচীর নির্মাণের চেষ্টা

১২ জুন ২০২৫ সকাল ১১:৩৯:২৫

সংবাদ ছবি

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার বসিলা গ্রামে আশ্রয়ণ প্রকল্পের ১৬টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেন স্থানীয় এক বাসিন্দা, মো. হাসিবুর রহমান। এতে ওই প্রকল্পের বসবাসরত পরিবারগুলো হঠাৎ করে চরম ভোগান্তির মুখে পড়ে। অনেকেই কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠান ও চিকিৎসার মতো জরুরি প্রয়োজনেও যাতায়াতে বাধাগ্রস্ত হন।

ভুক্তভোগীরা বিষয়টি সেনাক্যাম্পে অভিযোগ করলে তাৎক্ষণিকভাবে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে উভয় পক্ষকে উপস্থিত করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে উদ্যোগ নেয়া হয়। দীর্ঘ আলোচনা ও বাস্তব পরিস্থিতি পর্যালোচনা শেষে জমির মালিক মো. হাসিবুর রহমান মানবিক বিবেচনায় রাস্তা ছেড়ে দিতে সম্মত হন।

সেনা টহলের এ কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেন। তারা বলেন, “এই রাস্তাটি ছাড়া আমাদের যাতায়াতের আর কোনো পথ নেই। রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় আমাদের জীবন কার্যত থমকে গিয়েছিল। সেনাবাহিনী না এলে হয়তো এত দ্রুত সমাধান হতো না।”

স্থানীয় সূত্রে জানা গেছে, আশ্রয়ণ প্রকল্পটি প্রতিষ্ঠার পর থেকেই উক্ত রাস্তাটি ব্যবহার করে আসছেন সেখানে বসবাসরত পরিবারগুলো। দীর্ঘদিনের চলাচলের এ রাস্তাটি হঠাৎ করে বন্ধ করে দেওয়ায় সামাজিক ও মানবিক সমস্যা তৈরি হয়। এলাকাবাসীও সেনাবাহিনীর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকেও একটি ইতিবাচক বার্তা পৌঁছেছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়- জনস্বার্থে যেকোনো সমস্যার দ্রুত সমাধানে দায়িত্বশীল ভূমিকা পালন করতে প্রস্তুত বাংলাদেশ সেনাবাহিনী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
বামনায় মরদেহ উদ্ধার, আটক ২
১২ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৯:১৫:৫০



সংবাদ ছবি
রোমে গুলিবর্ষণে সাবেক বিএনপি নেতাসহ আহত ৩
১২ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৩৬:৪৩

সংবাদ ছবি
সুন্দরবনে ৯ জেলে উদ্ধার, অস্ত্র ও গোলাবারুদসহ আটক ২
১২ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:২২:৫৪


সংবাদ ছবি
ভেদরগঞ্জে ভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
১২ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:১৯:৩০



সংবাদ ছবি
শান্তিনগরে মি. ডি আই ওয়াই’র পঞ্চম স্টোর উদ্বোধন
১২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:২০:১৪