• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে ভাদ্র ১৪৩২ বিকাল ০৫:৫৫:৩৯ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি এআরএম আল-মামুন

১৪ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১০:৩০:৪৯

সংবাদ ছবি

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সম্মাননা স্মারক পেলেন শিবালয় থানার ওসি এআরএম আল-মামুন। দায়িত্বশীলতার স্বীকৃতি স্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

সম্প্রতি মানিকগঞ্জ জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাকে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় পুলিশ সুপার ইয়াছমিন খাতুনসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা তার কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা রক্ষায় তার অবদানের কথা তুলে ধরেন।

পুলিশ সুপার কার্যালয়ে তার হাতে পদক তুলে দেন পুলিশ সুপার মোছাম্মদ ইয়াছমিন খাতুন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর, শিবালয় সার্কেলসহ অনান্য অফিসারবৃন্দ।

উল্লেখ্য, এ আর এম আল-মামুন ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর শিবালয় থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে কঠোর পদক্ষেপ গ্রহণ করেন। মাদক নির্মূল, সন্ত্রাস দমন, সামাজিক অপরাধ প্রতিরোধসহ জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে তিনি জনগণের আস্থা অর্জন করেছেন।

জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় ওসি এআরএম আল মামুন বলেন, যে মানদণ্ডে আমাকে পুরস্কৃত করা হলো তাতে আমার কর্মক্ষেত্রে ও সাধারণ মানুষের দুয়ারে আইনি সেবা পৌঁছে দেওয়ার দায়বদ্ধতা বেড়ে গেল। এই স্বীকৃতি শুধু আমার একার নয়, এটি পুরো শিবালয় থানার টিমওয়ার্কের ফল।

তিনি আরও বলেন, আমরা জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ এবং আইনশৃঙ্খলা রক্ষার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করা হবে। অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণের সম্পৃক্ততা বাড়ানো হবে এবং সামাজিক অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
শান্তিনগরে মি. ডি আই ওয়াই’র পঞ্চম স্টোর উদ্বোধন
১২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:২০:১৪

সংবাদ ছবি
সরিষাবাড়ীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু
১২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:১০:৩০


সংবাদ ছবি
বদলগাছীতে ডাকাতি: স্বর্ণালংকার ও নগদ টাকা লুট
১২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:৫২:৫৪



সংবাদ ছবি
নতুন সম্পর্ক খুঁজছেন তামান্না
১২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:১৯:৩৪