• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে ভাদ্র ১৪৩২ দুপুর ০২:৩৬:১০ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল, সম্পাদক জিয়াউর

১৫ জানুয়ারী ২০২৫ সকাল ১০:১২:০১

সংবাদ ছবি

সাভার প্রতিনিধি: সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সাভার প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতিনিধি নাজমুল হুদা। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আরটিভির স্টাফ রিপোর্টার জিয়াউর রহমান।

১৪ জানুয়ারি মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। সন্ধ্যায় ফল ঘোষণা করের নির্বাচন কমিশন। নির্বাচনে ৫৪ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে নাজমুল হুদা ২৬ ভোট পেয়ে নির্বাচিত। তাঁর প্রতিদ্বন্দ্বী দৈনিক ফুলকীর সম্পাদক নাজমুস সাকিব ২০ ভোট ও দৈনিক যুগান্তর প্রতিনিধি মতিউর রহমান ৭ ভোট পেয়েছেন।

সহ সভাপতি পদে আজকালের খবরের আরিফুর রহমান ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মানবজমিনের হাফিজ উদ্দিন ২৫ ভোট ও এটিএন বাংলার শেখ বাশার পেয়েছেন ১৮ ভোট। সাধারণ সম্পাদক পদে আরটিভির জিয়াউর রহমান ৩৪ ভোট পেয়ে নির্বাচিত। তাঁর প্রতিদ্বন্দ্বী বৈশাখী টিভির আব্দুল হালিম পেয়েছেন ১৯ ভোট।

যুগ্ম সম্পাদক পদে বাংলা ট্রিবিউনের সাংবাদিক নাদিম হোসেন ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাসসের সাংবাদিক রুপোকুর রহমান পেয়েছেন ১৩ ভোট, দৈনিক এশিয়ার চন্দন কুমার রায় ১০ ভোট এবং তৌকির আহমেদ ৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

অর্থ সম্পাদক পদে দৈনিক করতোয়ার এসএম সবুজ ২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মাছরাঙা টিভির সৈয়দ হাসিবুন নবি ২৩ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে নিউজ গার্ডেনের ওমর ফারুক ২৮ ভোট পেয়ে নির্বাচিত। তাঁর প্রতিদ্বন্দ্বী খবর পত্রের রওশন আলী পেয়েছেন ২২ ভোট।

দপ্তর সম্পাদক পদে দৈনিক ফুলকীর এমদাদ হোসেন ২৯ ভোট পেয়ে নির্বাচিত। তাঁর প্রতিদ্বন্দ্বী দেশ রূপান্তরের ওমর ফারুক পেয়েছেন ২৪ ভোট। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ঢাকা পোস্টের লোটন আচার্য সর্বোচ্চ ৪২ ভোট পেয়ে নির্বাচিত। তাঁর প্রতিদ্বন্দ্বী এস এ দুলাল পেয়েছেন ১২ ভোট।

পাঠাগার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নয়াদিগন্তের আমান উল্লাহ পাটোয়ারী। এছাড়া নবগঠিত কমিটির কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক সমকালের গোবিন্দ আচার্য, জিটিভি ও ভোরের কাগজের আজিম উদ্দিন ও ডেইলি স্টারের আখলাকুর আকাশ বিজয়ী হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিএফইউজে এর সাবেক দপ্তর সম্পাদক বরুণ ভৌমিক নয়ন। কমিশনারের দায়িত্ব পালন করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ফিরোজ মাহমুদ ও দৈনিক আজকের পত্রিকার স্টাফ রিপোর্টার অরূপ রায়। তাঁদের সহায়তা করেন দৈনিক ইনকিলাব ও বিডিনিউজের সেলিম আহমেদ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
যুক্তরাষ্ট্রে ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত
১২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩২:৪৪

সংবাদ ছবি
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে পথচারীর মৃত্যু
১২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:২৩:০৬

সংবাদ ছবি
আজও হতে পারে বৃষ্টি
১২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:১৭:২৫





সংবাদ ছবি
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত, আহত ৪
১২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১:১৬:৩১