• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে ভাদ্র ১৪৩২ সন্ধ্যা ০৬:৪৮:৪২ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বর্তমান চেয়ারম্যান জহির উদ্দিন

২০ মে ২০২৪ সকাল ০৮:৩৭:৫৯

সংবাদ ছবি

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ডা. জহির উদ্দিন আহমেদ। ১৯ মে রোববার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।

পটুয়াখালী অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. মিজানুর রহমান খান এ বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে লিখিতভাবে প্রার্থিতা প্রত্যাহারের জন্য রিটার্নিং কর্মকর্তা বরাবর আবেদন করেন ডা. জহির উদ্দিন আহমেদ। লিখিত ওই আবেদনে তিনি উল্লেখ করেন, স্বজ্ঞানে, নিজস্ব বুদ্ধি বিবেচনায় এবং অন্যের দ্বারা প্ররোচিত না হয়ে  প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।

আগামী ৫ জুন এ উপজেলার নির্বাচনের ভোটগ্রহণ হবে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন মনোয়ন দাখিল করেছিলেন। জহির উদ্দিন প্রার্থিতা প্রত্যাহার করায় বর্তমানে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মু. সাইদুজ্জামান মামুন, আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য আরিফ বিন ইসলাম এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য মোহাম্মদ বাশেদ।

এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মিজানুর রহমান খান বলেন, ‘বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. জহির উদ্দিন আহমেদ প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। তাই চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এখন তিনজন আছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে তিনজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আছেন তিনজন।’

তিনি আরও বলেন, ‘একজন ভাইস চেয়ারম্যান প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়। আপিল করলে আবারও বাতিল হয়। তিনি হাইকোর্টের দারস্থ হয়েছেন। সেখানে কী সিদ্ধান্ত হয়েছে, তা আমরা এখনও অবগত নই।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
ভেদরগঞ্জে ভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
১২ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:১৯:৩০



সংবাদ ছবি
শান্তিনগরে মি. ডি আই ওয়াই’র পঞ্চম স্টোর উদ্বোধন
১২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:২০:১৪

সংবাদ ছবি
সরিষাবাড়ীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু
১২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:১০:৩০


সংবাদ ছবি
বদলগাছীতে ডাকাতি: স্বর্ণালংকার ও নগদ টাকা লুট
১২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:৫২:৫৪