• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে ভাদ্র ১৪৩২ সন্ধ্যা ০৬:৩৪:৩৬ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বগুড়ায় পূজা মণ্ডপের দায়িত্বে থাকা নারী আনসার সদস্য খুন

২৪ অক্টোবর ২০২৩ রাত ০৮:২৪:৩৭

সংবাদ ছবি

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে পূজার মণ্ডপে দায়িত্বে থাকা আশা দেবী মোহন্ত (৩২) নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন। ২৩ অক্টোবর সোমবার রাত ১২ টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার বানাইল এলাকার নিজ ঘরের খাটের উপর তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্বজনেরা। এর প্রায় এক ঘণ্টা আগে তিনি পোশাক পরিবর্তন করার জন্য মণ্ডপের পাশে বাড়িতে যান। মঙ্গলবার দুপুরে আনসার সদস্যের মরদেহ উদ্ধারের বিষয় নিশ্চিত করেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ। আশা দেবী বানাইল এলাকার ভজন কুমার মোহন্তের স্ত্রী। ভজন কুমার নিজ এলাকায় মুদি দোকানের ব্যবসায়ী।

নিহতের স্বজনরা জানায়, আনসার সদস্য আশা দেবী মোহন্তের পাড়ার পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। রাত ১১ টার দিকে মণ্ডপ থেকে তিনি কাপড় পরিবর্তন করে ফ্রেশ হওয়ার জন্য বাড়িতে যান। ওই সময় মণ্ডপে তার শাশুড়ি ও জা ছিলেন। ১২ টার দিকে তার শাশুড়ি বাড়ি ফিরে দরজা বন্ধ দেখতে পান। পরে পিছনের দরজা খুলে ভিতরে গিয়ে আশা দেবীকে খাটের উপর পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে স্বামী ভজন কুমার আশাকে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আব্দুর রউফ বলেন, আশা দেবীর শরীরের কোথাও কোনও আঘাতের চিহ্ন নেই। শুধু গলায় একটি ফাঁসের দাগ পাওয়া গেছে। ঘরের কোনো কিছু খোয়াও যায়নি। হত্যার কোনো কারণ এখনও বোঝা যাচ্ছে না। এ ঘটনায় পুলিশ তদন্ত চলছে। আমরা মরদেহ উদ্ধার করে সকালে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি।

নিহতের স্বামী ভজন কুমার বলেন, রাতে আমি দোকানে ছিলাম। আমার মা ও ভাইয়ের স্ত্রী মণ্ডপে ছিলো। বাড়ি থেকে খবর পেয়ে ছুটে গিয়ে দেখি আশা খাটের উপর পড়ে আছে। কেন বা কারা তাকে হত্যা করেছে তার কিছুই আমরা বুঝতে পারছি না।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী শিবগঞ্জ শাখার কর্মকর্তা মনজরুল ইসলাম বলেন, নিহত আশা পৌরসভার ৮নং ওয়ার্ড আনসারের দলনেত্রী ছিলেন । তিনি শারদীয় দূর্গাপূজায় পৌর এলাকার বানাইল উত্তরপাড়া সার্ব জননী পূজা মন্ডপে আনসার সদস্য হিসাবে দায়িত্ব পালন করছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
ভেদরগঞ্জে ভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
১২ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:১৯:৩০



সংবাদ ছবি
শান্তিনগরে মি. ডি আই ওয়াই’র পঞ্চম স্টোর উদ্বোধন
১২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:২০:১৪

সংবাদ ছবি
সরিষাবাড়ীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু
১২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:১০:৩০


সংবাদ ছবি
বদলগাছীতে ডাকাতি: স্বর্ণালংকার ও নগদ টাকা লুট
১২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:৫২:৫৪



সংবাদ ছবি
নতুন সম্পর্ক খুঁজছেন তামান্না
১২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:১৯:৩৪