• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে ভাদ্র ১৪৩২ বিকাল ০৫:০৯:৪৯ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

দৌলতপুরে চোরাই মালসহ আটক ২

৯ সেপ্টেম্বর ২০২৩ দুপুর ১২:৩৮:২০

সংবাদ ছবি

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় চোরাই মালসহ দুইজনকে আটক করা হয়েছে।

৮ সেপ্টেম্বর শুক্রবার  মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা গ্রাম থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনগণ।

আটকরা দৌলতপুরের কল্যাণপুর দক্ষিণ খন্ডের মৃত নওশের সরদারের ছেলে মো. মমিন সরদার (৩৩) ও মো. জোনাব আলী শেখের ছেলে মো. দুলাল (২৮)।

থানা সূত্রে জানা যায়, গত ১৮ আগস্ট রাতে উপজেলার ঋষি পাচুরিয়া গ্রামের বাচামারা সাব-ইউনিয়ন পরিষদের সামনে থেকে ২টি পুরাতন সেলো মেশিনের ইঞ্জিন ও ২৩ আগস্ট বাচামারা ইউনিয়নের ঢালুটিয়া জামে মসজিদ থেকে আইপিএসের ৫টি ব‌্যাটারি চুরি হয়। গত ৭ সেপ্টেম্বর তাদের আটক করা হলে তারা উক্ত চুরির সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। পরবর্তীতে দৌলতপুর থানা পুলিশ তাদের স্বীকারোক্তি অনুযায়ী কল‌্যাণপুর জিয়া মার্কেটের বাদলের দোকান থেকে আনুমানিক ৭২,০০০ টাকা মূল্যের ৮টি স‌্যালো মেশিনের ইঞ্জিন উদ্ধার করে।

এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম মোল্লা জানান, তাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। এ বিষয়ে তদন্ত চলমান থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
বদলগাছীতে ডাকাতি: স্বর্ণালংকার ও নগদ টাকা লুট
১২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:৫২:৫৪



সংবাদ ছবি
নতুন সম্পর্ক খুঁজছেন তামান্না
১২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:১৯:৩৪