• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে ভাদ্র ১৪৩২ সকাল ১০:৪৪:২৯ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

গুরুদাসপুরে বিয়ের দাবিতে কিশোরীর অনশন

৩০ আগস্ট ২০২৩ দুপুর ০১:৪১:৩০

সংবাদ ছবি

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে (১৬) দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে তুষার আহম্মেদ নামের এক যুবকের বিরুদ্ধে। বিয়ের দাবি নিয়ে ২৮ আগস্ট সোমবার রাত থেকে ওই যুবকের বাড়িতে অবস্থান করছে ভুক্তভোগি কিশোরী।

তুষার গুরুদাসপুর উপজেলার ধারবারিষা ইউনিয়নের শিধুলী গ্রামের দুলাল শেখের ছেলে।

ভুক্তভোগী ওই কিশোরী জানান, মাস ছয়েক আগে মোবাইল ফোনের মাধ্যমে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে প্রেমিক তুষার। সবশেষ বিয়ের জন্য সোমবার রাতে বাড়িতে আসতে বলে তুষার। প্রেমিকের কথা মতো তিনি তুষারের বাড়িতে উঠেন।

তিনি জানান, প্রেমিকের বাড়িতে অবস্থান করার পর পরই বাড়ি থেকে পালিয়ে যান তুষার। এরপর তাকে গালমন্দ করেন তুষারের পিতা-মাতা। বিয়ের প্রলোভন দেখিয়ে সর্বস্ব নিয়েছে তুষার। এখন বিয়ে না করলে আত্মহনন করবেন তিনি।

তুষারের পিতা দুলাল শেখ জানান, ওই কিশোরী সোমবার রাত থেকেই তার বাড়িতে অবস্থান করছে। ছেলে তুষার বাড়িতে না থাকায় এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে পারছেন না।

এদিকে বিষয়টি নিয়ে তুষারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ থাকায়, তা সম্ভব হয়নি।

ওই কিশোরীর পিতা জানান, প্রলোভন দেখিয়ে মেয়েকে বাড়ি থেকে বের করেছে তুষার। এখন বিয়েও করতে চাচ্ছে না। এ কারণে তারা সামাজিকভাবে হেয় হচ্ছেন। তিনি তুষারের বিচারের দাবি জানান।

এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোনোয়ারুজ্জামান বলেন, বিষয়টি তিনি অবগত নন। তবে কেউ অভিযোগ দিলে দ্রুত আইনী ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ