• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে ভাদ্র ১৪৩২ সকাল ০৯:৪৩:১২ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বাসাইলে কিশোর গ্যাংয়ের হামলার ঘটনায় গ্রেফতার ১

২৯ মে ২০২৩ রাত ০৯:৪৫:৪৩

সংবাদ ছবি

বাসাইল(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে কিশোর গ্যাংয়ের হামলার ঘটনায় আকাশ (১৯) নামের একজন হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ২৯ মে সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেফতার আকাশ উপজেলার কাজিরাপাড়া গ্রামের মো. মাহফুজের ছেলে।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আমরা একজনকে গ্রেফতার করেছি। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, হামলার শিকার আহনাব শাহরিয়ার নাবিল চ্যানেল আইয়ের টাঙ্গাইল প্রতিনিধি ও বাসাইল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মুসলিম উদ্দিন আহমেদের ছেলে। নাবিল বাসাইল সরকারি গোবিন্দ উচ্চ বিদ্যালয় থেকে চলমান এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ