• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে ভাদ্র ১৪৩২ সকাল ০৯:০৬:১৮ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

দেশের স্বার্থ ইজারা দিয়ে শেখ হাসিনা কখনও ক্ষমতায় আসেনি: এমপি গোপাল

২৯ মে ২০২৩ বিকাল ০৫:৫৮:৫৬

সংবাদ ছবি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ‘কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলা-২০২৩’-এর উদ্বোধন

তানভীর আহাম্মেদ, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, দেশের স্বার্থ ইজারা দিয়ে শেখ হাসিনা কখনও ক্ষমতায় আসেনি। অনেক বৃহৎ শক্তিকে প্রত্যাখ্যান করে শেখ হাসিনা বারবার দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েছেন। তার দূরদর্শী সম্পন্ন নেতৃত্বের কারণে বাংলাদেশ বিশ্বের বুকে একটি বিষ্ময় হয়ে দাঁড়িয়েছে। অনেক হুমকির প্রতিউত্তর করার সৎ সাহস বঙ্গবন্ধুর পরে কেবলমাত্র শেখ হাসিনারই আছে।

২৯ মে সোমবার বিকেলে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ‘কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলা-২০২৩’-এর উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি গোপাল বলেন, কৃষকের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছেন। ভুর্তুকি প্রদান করে কৃষিকে যান্ত্রিকিকরণ করেছেন। কৃষকরা এখন সহজেই সার, বীজ ও কীটনাশক পায়।

উপজেলা সহকারি কমিশনার (ভুমি) রাজ কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য মো. নুর ইসলাম নুর, উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান মোনায়েম মিঞা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ শরিফুল ইসলাম।

এর আগে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে কৃষি মেলার উদ্বোধন করেন মনোরঞ্জন শীল গোপাল। এরপর তার নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে মেলায় অংশ নেয়া ২০টি স্টল পরিদর্শন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫