• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে ভাদ্র ১৪৩২ বিকাল ০৩:০৮:৩২ (10-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সিদ্ধিরগঞ্জে দিনদুপুরে ১০ লাখ টাকা ছিনতাই

১৬ জুন ২০২৫ বিকাল ০৪:৫৫:০৪

সংবাদ ছবি

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি প্যাকেজিং কোম্পানির দুই কর্মচারী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে প্রতিষ্ঠানে ফেরার পথে প্রকাশ্য দিবালোকে ১০ লাখ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

১৫ জুন রোববার দুপুরে উপজেলার নাসিক ১নং ওয়ার্ডের হিরাঝিল এলাকার শিমরাইল ডিএনডি পাম্প সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইমেজ এসপি প্যাকেজিং লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. ইলিয়াস হোসেন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আদমজী ইপিজেডে অবস্থিত ইমেজ এসপি প্যাকেজিং লিমিটেডের হিসাব শাখার সহকারী কর্মকর্তা মো. নুরুল ইসলাম (৬২) ও কর্মচারী নাজমুল হাসান চিটাগাংরোড এলাকার ইসলামী ব্যাংক বাংলাদেশ শিমরাইল শাখা থেকে ১০ লাখ টাকা উত্তোলন করে কোম্পানির অফিসের উদ্দেশ্যে যাত্রা করছিলেন। এসময় হিরাঝিল এলাকার নতুন রাস্তার  ডিএনডি পানির পাম্পের সামনে আসলে পথিমধ্যে একটি সাদা রঙের প্রাইভেটকারে করে আসা অজ্ঞাতনামা ছিনতাইকারীরা ব্যাংক থেকে উত্তোলনকৃত টাকার ব্যাগ ও দুটি মোবাইল ফোন ছিনতাই করে দ্রুতবেগে পালিয়ে যায়। ভুক্তভোগী কর্মচারীদ্বয় জানান, ঘটনার আকস্মিকতায় ও গাড়ির গতি থাকায় তারা গাড়ির নম্বরটি দেখতে সক্ষম হননি।

কোম্পানির জেনারেল ম্যানেজার মো. ইলিয়াস হোসেন বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানের দুজন কর্মকর্তা ব্যাংক থেকে টাকা তুলে প্রতিষ্ঠানের উদ্দেশ্যে ফিরছিলেন। হিরাঝিল এলাকার ডিএনডি পাম্পের কাছে পৌঁছানোর পর তারা রিকশার জন্য অল্প খানিক পথ এগিয়ে যাওয়ার সময় পেছন থেকে আসা দুর্বৃত্তরা আচমকা সাদা রঙের একটি প্রাইভেটকারে এসে তাদের হাতে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুতবেগে চলে যায়। ঘটনার আকস্মিকতায় ও গাড়িটি দ্রুতবেগে চলে যাওয়ায় তারা প্লেট নম্বরটি দেখতে পারেননি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর আলম জানান, ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের সিসি ক্যামেরার ফুটেজ দেখে চিহ্নিত করার চেষ্টা চলছে। খুব শিগগিরই আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকার জব্দ করল সিআইসি
১০ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ০১:১৬:৫১



সংবাদ ছবি
ডাকসু নির্বাচনে ২৮ পদের ২৩টিতেই জয় শিবিরের
১০ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩৩:৪৫

সংবাদ ছবি
নাটোরে বিদেশি মদ ও ইয়াবাসহ দুজন আটক
১০ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩৩:২১