• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে ভাদ্র ১৪৩২ বিকাল ০৩:২১:১৮ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কেরানীগঞ্জে নকল ওষুধ কারখানায় অভিযান

৭ জানুয়ারী ২০২৫ দুপুর ১২:২৩:৩৭

সংবাদ ছবি

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে একটি গবাদি পশুর নকল ওষুধ তৈরির কারখানায় ও দোকানে অভিযান চালিয়ে কারখানা মালিক ফারহান আল মাহমুদকে দেড় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ৫০ হাজার টাকা জরিমানাসহ ভেজাল ওষুধ তৈরির সরঞ্জাম ও প্রচুর পরিমাণ নকল ওষুধ জব্দ করে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়া হয়।  

৬ জানুয়ারি সোমাবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর ও করেরগাও এলাকায় এই অভিযান পরিচালনা করে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা ভূমি অফিস, কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল, দক্ষিণের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ আল মামুন।  

এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে ভাড়া বাড়িতে ভেজাল ওষুধ তৈরি করে আসছিলেন ফারহান আল মাহমুদ। দেশি-বিদেশি কোম্পানির নাম নকল করে এসব ওষুধ স্থানীয় দোকানসহ সারা দেশে সরবরাহ করা হতো। সহজ-সরল খামারিরা এসব ওষুধ কোরবানির গবাদি পশুর জন্য ব্যবহার করতেন। কারখানার বিষয়টি জানাজানি হলে কারখানার অবস্থান পরিবর্তন করে নতুন ঠিকানায় কার্যক্রম শুরু করতেন তিনি। তার ভেজল ওষুধ ব্যবহার করে গরুর বাছুর মারা যাওয়াসহ গবাদিপশুর নানা সমস্যা সৃষ্টি হয়েছে।

কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল, দক্ষিণের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ধরনের কার্যক্রম পশুসম্পদ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। অভিযানের পরিপ্রেক্ষিতে মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন, ২০১০ এর ৪ ধারায় কারখানা মালিক ফারহান আল মাহমুদকে দেড় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডসহ ভেজাল ওষুধ তৈরির সরঞ্জাম এবং প্রচুর পরিমাণ নকল ওষুধ জব্দ করে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়া হয়। তিনি আরও বলেন, অবৈধ ওষুধ তৈরি করায় কারখানার বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
যুক্তরাষ্ট্রে ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত
১২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩২:৪৪

সংবাদ ছবি
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে পথচারীর মৃত্যু
১২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:২৩:০৬

সংবাদ ছবি
আজও হতে পারে বৃষ্টি
১২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:১৭:২৫