• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে ভাদ্র ১৪৩২ দুপুর ০২:৩৮:৪২ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

আওয়ামী লীগের ৪০ জনের নামে বিস্ফোরক মামলা, গ্রেফতার ৩

৬ নভেম্বর ২০২৪ সকাল ১১:৪৮:৪৩

সংবাদ ছবি

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে ঘটে যাওয়া ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা হয়েছে। সেই ঘটনায় আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের ৪০ নেতাকর্মীর নামে বিস্ফোরক মামলা করা হয়েছে। মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বাবর আলীসহ তিন জনকে গ্রেফতার করেছে।

৫ নভেম্বর মঙ্গলবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ শাহ্জাহান আলী।

এর আগে ৪ নভেম্বর সোমবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার গোবরচাঁপা হাট নামক স্থানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফটকের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া অবিস্ফোরিত ৬টি ককটেল উদ্ধার করে থানা পুলিশ। ঘটনার পর ওইদিন রাত সাড়ে ৮টার দিকে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে তাদের বিচার দাবি করে।

বিএনপির নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার রাতে উপজেলার মিঠাপুরের দিক থেকে দুটি মাইক্রোবাস আসছিল। একটি মাইক্রোবাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে আসা মাত্রই ককটেল বিস্ফোরণে শব্দ শোনা যায়। মাইক্রোবাস থেকে ককটেলগুলো নিক্ষেপ করা হয়েছে। আর জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে বলেও তারা জানান।

ওসি শাহ্জাহান আলী বলেন, সোমবার উপজেলার গোবরচাঁপা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনার প্রেক্ষিতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের এজাহার নামীয় ৪০ জন নেতাকর্মীসহ আরও অজ্ঞাত ৮০-১০০ জনকে আসামী করে থানায় মামলা হয়েছে। মঙ্গলবার সকালে বেলাল হোসেন সৌখিন বাদী হয়ে থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন।

তিনি আরও বলেন, মামলার প্রেক্ষিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাবর আলী, হাকিম ও ইদ্দিসকে গ্রেফতার করা হয়েছে। তারা সকলেই উপজেলা আওয়ামী লীগের সাথে সক্রিয়। আসামীদের দুপুরের পর আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
যুক্তরাষ্ট্রে ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত
১২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩২:৪৪

সংবাদ ছবি
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে পথচারীর মৃত্যু
১২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:২৩:০৬

সংবাদ ছবি
আজও হতে পারে বৃষ্টি
১২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:১৭:২৫





সংবাদ ছবি
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত, আহত ৪
১২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১:১৬:৩১