• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে ভাদ্র ১৪৩২ সকাল ০৯:১৮:৫৮ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

গাজীপুরে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

২৭ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:৫৩:২৪

সংবাদ ছবি

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর ইসলামপুর বিল থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৩৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

২৭ অক্টোবর রোববার সকালে নগরীর বাসন থানার ১৪নং ওয়ার্ড ইসলামপুর বিল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সকালে রিভার ভিউ ফুড পার্ক রেস্টুরেন্টের শাহীন আলম নামের একজন কর্মচারী কাজ করতে গিয়ে অর্ধগলিত মরদেহটি পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে পার্ক কর্তৃপক্ষ বাসন থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বাসন থানা পুলিশ, পিবিআই ও সিআইডি ঘটনাস্থলে এসে মরদেহটি পার্কের পাশে বিল থেকে মরদেহটি উদ্ধার করে সুরৎহাল রিপোর্ট প্রস্তুত করে। মরদেহটি পানিতে ভেসে এখানে আসতে পারে বলে মনে করছেন পুলিশ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার তদন্ত পরিদর্শক নন্দনাল ঘোষ জানান, খবর পেয়ে দ্রুত সময়ে ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসেছি। বিল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নৌ পুলিশকেও অবহিত করা হয়েছে। তারাও এসেছেন। ঘটনাস্থলে সিআইডি রয়েছে। তবে মরদেহ অর্ধগলিত হওয়াতে কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। তাই শনাক্ত করা সম্ভব হয়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ