• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে ভাদ্র ১৪৩২ সন্ধ্যা ০৬:৫৪:৫৯ (10-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

শিবগঞ্জে ৩ ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন

২১ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:২৬:২৭

সংবাদ ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তিনটি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। ২১ অক্টোবর সোমবার বেলা সাড়ে ১২টার দিকে কলয়াদিয়ার এলাকায় অভিযান চালিয়ে স্মার্ট, সনি-১, সনি-২, নামে তিনটি ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানে এবিসি ইটভাটার মালিকপক্ষ কোনো লাইসেন্স দেখাতে পারেনি।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বলেন, জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান, আম বাগান, ফসলি জমিতে গজিয়ে উঠেছে অবৈধ ইটভাটা। এসব ভাটা পর্যায়ক্রমে ভেঙে গুড়িয়ে দেওয়া হবে।

তিনি বলেন, যে তিনটি ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে, তারা কেউ কোনো কাগজপত্র দেখাতে পারেনি। এই অভিযানে সহযোগিতা করে বিজিবি, পুলিশ ও আর্মড পুলিশের কয়েকটি টিম।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ ছানুয়ার হোসেন বলেন, সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধের অভিযান চলমান। এর ধারাবাহিকতায় উপজেলায় তিনটি ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে দীর্ঘদিন ধরে বায়ুদূষণ করে আসছিল এ ইটভাটাগুলো।

এর আগে ৪ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে এসব ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন করেছিলেন শিক্ষার্থীরা। এসময় উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইএনও) মো. আফতাবুজ্জামান আল-ইমরানকে এসব অবৈধ ইটভাটা বন্ধে স্মারকলিপি প্রদান করেন তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
৪৯তম বিশেষ বিসিএস ১০ অক্টোবর
১০ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:২৫:৫৯

সংবাদ ছবি
শাওমি নিয়ে এলো আকর্ষণীয় রেডমি প্যাড ২
১০ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:০২:০২





সংবাদ ছবি
কালিয়াকৈরে টেক্সটাইল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
১০ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:৩৪:২১