• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে ভাদ্র ১৪৩২ বিকাল ০৫:৪৬:৪২ (10-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

শিবচরে বিএনপির মতবিনিময় সভা

৬ অক্টোবর ২০২৪ সকাল ১০:৪৮:২১

সংবাদ ছবি

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুর জেলার শিবচর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বৈরী আবহাওয়ার মধ্যেও দুর্গম চরে এ সমাবেশে হাজারো মানুষ অংশগ্রহণ করেন।

৫ অক্টোবর শনিবার বিকেলে চরজানাজাত ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়নের বেপারী বাজার (পদ্মার নতুন চর) এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

চরজানাজাত ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোতালেব বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সদস্য নাদিরা মিঠু চৌধুরী। এতে প্রধান বক্তা ছিলেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির যোগাযোগ বিষয়ক সম্পাদক এড. নাসির উদ্দিন বেপারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শামীম চৌধুরী।

এছাড়া নারায়ণগঞ্জ জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক রোমা আক্তার, ঢাকা রামপুরা  ঌ৮নং ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি ইউনুস বেপারী, মাদারীপুর জেলার কৃষকদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. রফিকুল ইসলাম টিপু, শিবচর উপজেলা বিএনপির নেতা হাজী আ. মান্নান খাঁন প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ফ্যাসিবাদী আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের গণতন্ত্র, অর্থনীতি, মানবাধিকার ও বাক-স্বাধীনতাসহ মানুষের মৌলিক অধিকার হরণ করেছিল। যারা ন্যায্য অধিকার চেয়েছিল তাদের উপরই হামলা-মামলা দেয়া হয়েছে। এমনকি গুম-খুনও করা হয়েছে। দেশের সকল ছাত্র-জনতার  আন্দোলনে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে। দেশ নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছে।

বক্তারা আরও বলেন, দেশে এখনো আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিভিন্ন ষড়যন্ত্র করার অপচেষ্টা চালাচ্ছে। সকলকে সাবধানতা অবলম্বন করে মোকাবিলা করতে হবে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহবান জানান সভায় উপস্থিত বক্তারা।

পরে এই বেপারি বাজার (নতুন চর) এ বিএনপি ক্লাব উদ্বোধন ও প্রতি শুক্র ও সোমবার হাট বসার ঘোষণা দেন প্রধান অতিথি নাদিরা মিঠু চৌধুরী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
৪৯তম বিশেষ বিসিএস ১০ অক্টোবর
১০ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:২৫:৫৯

সংবাদ ছবি
শাওমি নিয়ে এলো আকর্ষণীয় রেডমি প্যাড ২
১০ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:০২:০২





সংবাদ ছবি
কালিয়াকৈরে টেক্সটাইল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
১০ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:৩৪:২১



সংবাদ ছবি
পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকার জব্দ করল সিআইসি
১০ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ০১:১৬:৫১