• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩২ রাত ০২:৫০:৩৬ (11-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

মোরেলগঞ্জে প্রধান শিক্ষকের কক্ষে তালা

২৫ আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৭:০১:০৭

সংবাদ ছবি

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে বলইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন দুলালের পদত্যাগের দাবিতে ক্লাশ বর্জন করে দ্বিতীয় দিনের মত আজও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

২৫ আগস্ট রোববার দুপুরে বিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে স্থানীয় কালিকা বাড়ি বাজার প্রদক্ষিণ করে। এর আগে গত বৃহস্পতিবার প্রধান শিক্ষক আমির হোসেন দুলালের কক্ষে তালা ঝুরিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

বিক্ষোভ সমাবেশ থেকে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষক আমির হোসেন দুলাল বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন ছাত্র সমাজের বিপরীতে মিছিল ও হুমকি মূলক বক্তব্য দেন। ক্লাসে শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণ, ক্ষমতা কুক্ষিগত করে স্বেচ্ছাচারিতার কারণে অবিলম্বে তার পদত্যাগ দাবি করে বক্তব্য দেন শিক্ষার্থীরা। প্রধান শিক্ষক পদত্যাগ না করলে তাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান শিক্ষার্থীরা।

এ সময় বক্তৃতা করেন শিক্ষার্থী সাইদ মাহমুদ, নুসরাত জাহান, ফাহিমা আক্তার, সাবেক শিক্ষার্থী সাবিবুল হাসান, রুমান হোসাইনসহ অনেকে।

প্রধান শিক্ষক আমির হোসেন দুলাল বলেন, অস্থিতিশীল পরিস্থিতি দেখে তাৎক্ষণিক ইউএনওকে ঘটনা অবহিত করি। রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে তিনি ষড়যন্ত্রের শিকার।

এ সর্ম্পকে মোরেলগঞ্জ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, তাৎক্ষণিক ইউএনওকে অবহিত ও তিনি নির্দেশনা দিয়েছেন প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনিত অভিযোগ লিখিতভাবে শিক্ষার্থীদের পেশ করার জন্য। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান বলেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
এবার ভারতে আন্দোলন শুরু
১০ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৯:২৩:৫২


সংবাদ ছবি
ডেঙ্গুতে প্রাণ গেল আরও ২ জনের
১০ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:১০:২৩



সংবাদ ছবি
৪৯তম বিশেষ বিসিএস ১০ অক্টোবর
১০ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:২৫:৫৯

সংবাদ ছবি
শাওমি নিয়ে এলো আকর্ষণীয় রেডমি প্যাড ২
১০ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:০২:০২