• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে ভাদ্র ১৪৩২ সকাল ০৯:৫৫:৫২ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

টাঙ্গাইলে সংকট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

১১ আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৬:৪৭:৫৫

সংবাদ ছবি

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে উদ্ভূত সংকট নিরসনে ইমাম, আলেম-ওলামা, মাশায়েখ ও ধর্মীয় প্রতিষ্ঠান-সংগঠনের সাথে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১১ আগস্ট রোববার দুপুরে জেলা মডেল মসজিদে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. কায়ছারুল ইসলাম।

টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার হাসান-বিন-মুহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর আমীর আহসান হাবীব মাসুদ, জেলা ইমাম ও মোয়াজ্জেম পরিষদের সভাপতি ও কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা শামসুজ্জামান, জেলা হেফাজতে ইসলামের সদস্য সচিব মুফতি আব্দুর রহমান, কওমী ওলামা পরিষদের সাংগঠকি সম্পাদক মুফতি ইলিয়াস হাকিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলার সভাপতি আকরাম হোসেন প্রমুখ।

এ সময় ইসলামী বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ