• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে ভাদ্র ১৪৩২ সকাল ০৯:০৩:২৬ (12-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ইটনায় ইঁদুর মারার বিষ খেয়ে শারীরিক প্রতিবন্ধীর আত্মহত্যা

২৫ মার্চ ২০২৩ দুপুর ০২:২১:০৯

সংবাদ ছবি

মোজাহিদ সরকার‌‌‌, ইটনা (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের ইটনায় আ.হাসিম (৪৫) নামের এক শারীরিক প্রতিবন্ধী ইঁদুর মারার বিষ খেয়ে আত্মহত্যা করেছে।

শুক্রবার ২৪ মার্চ আনুমানিক রাত সাড়ে নয়টায় এ ঘটনাটি ঘটে। ওই শারীরিক প্রতিবন্ধী উপজেলার ৮ নং জয়সিদ্দি ইউনিয়নের ওয়ারা পূর্বপাড়ার মো. জজ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে পরিবারের লোকজনের অগোচরে ঘরে থাকা ইঁদুর মারার বিষ খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরিবারের লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে আজমিরীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উক্ত হাসপাতালের চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসার পর অবস্থার উন্নতি না দেখে হবিগঞ্জ নিয়ে যাওয়ার পরামর্শ দিলে আনুমানিক রাত সাড়ে দশটার দিকে মারা যায়।

আ. হাসেমের(৪৫) চাচাতো ভাই মো. জাহিদুল জানান, ঘরের মধ্যে থাকা ইঁদুর মারার বিষ খেয়ে আত্মহত্যা করেছে আ. হাসেম। ওই ব্যক্তি একজন শারীরিক প্রতিবন্ধী, উনারা ধারণা করছেন ঋণের চাপ অথবা মানসিক চাপে হয়তো এই কাজ করেছে। আ. হাসেমের স্ত্রী এবং দুইজন সন্তান (১ছেলে-১মেয়ে) রয়েছে।

ইটনা থানা অফিসার ইনচার্জ মো. কামরুল ইসলাম মোল্লা জানান, পরিবারের লোকজন জানিয়েছে আ. হাসেম ইঁদুর মারার বিষ খেয়ে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:০৫